রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

প্রিন্স ইয়াকুব হাবীবুদ্দীন টুকি


!
সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ যফরের নাতির ছেলে!বংশীয় দাদী (মমতাজ)-এর কবর যেয়ারত করতে এসেছিল বোধ হয়!সমস্যা হলো, মুঘল বংশধরদের সবাই না হলেও বেশির ভাগই বর্তমানে শী‘আঘেঁষা! আমার পর্যবেক্ষণে ভুলও থাকতে পারে! এতদিন জেনে এসেছি, বর্তমানে বেঁচে থাকা মুঘল বংশধররা দারিদ্রপীড়িত জীবন যাপন করছে, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে, বেশ রাজার হালেই আছে! হুমায়ুনই পারস্য থেকে এই ভেজাল কার্যকরভাবে আমদানী করেছিলেন। অবশ্য তখনকার শী‘আরা এখনকার মতো জঘন্য ছিল না। আয়াতুল্লাহ খোমেনির পরের শী‘আ আর আগের শী‘আদের মধ্যে পার্থক্য আছে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন