বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

ছবির কথা নিজ দায়িত্বে বুঝে নিতে হবে।


জানা কথা, জাতিসংঘে যতই নিন্দাপ্রস্তাব পাস হোক, ইসরায়েল এসবের থোড়াই কেয়ার করে। নেতানিয়াহু একের পর এক রাষ্টদূত তলব করছে। কয়েক রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতও ফিরিয়ে এনেছে। সবেচেয়ে মজার ঘটনা ঘটেছে মার্কিন রাষ্ট্রদূতের ক্ষেত্রে। নেতানিয়াহু মার্কিন দূতকে একটানা চল্লিশ মিনিট বকাবকি করেছে। পাগল হয়ে গেছে মানুষটা। অথবা পাগলের অভিনয়। তলে তলে সব ঠিকই আছে। 
.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন