বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

: মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক কর্মপন্থা অবলম্বনের উপায়


 : মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক কর্মপন্থা অবলম্বনের উপায় 
ফেইসবুকে ফিকহি মতপার্থক্য ইত্যাদি বিষয় নিয়ে যা প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে।এই মতপার্থক্য কে সহনীয় পর্যায়ে রাখার জন্য উভয় পক্ষের (বিশেষত সাধারণ লোক যারা আছেন) একে অপরের দলীল,যুক্তিগুলো বোঝার চেষ্টা করা উচিত।এই বিষয়টা বোঝার জন্য একটা ভালো বই হল অষ্টম শতাব্দীর বিখ্যাত আলিম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির “মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক কর্মপন্থা অবলম্বনের উপায়”
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি(রহঃ) হচ্ছেন এই উপমহাদেশের গুটিকয়েক আলিমদের মধ্যে একজন যাকে সালাফি,দেওবন্দি নির্বিশেষে সবাই শ্রদ্ধা করে ও আলিম মানে।

এখানে সংক্ষেপে বইয়ের সূচি তুলে ধরছি। প্রতিটি শিরোনামের ভিতরে আরো কয়েকটি ভাগ রয়েছে।বিস্তারিত পড়তে হলে একদম নিচে লিঙ্কে গিয়ে ডাউনলোড করুন
১। মতবিরোধমুক্ত সোনালি যুগঃরাসুলুল্লাহর যুগ
২।মতবিরোধের ইতিহাসের সুচনা যুগঃসাহাবায়ে কিরামের যুগ
৩।।মতবিরোধের ইতিহাসের দ্বিতীয় যুগঃতাবেয়িগনের যুগ
৪।মতবিরোধের ইতিহাসের দতৃতীয় যুগঃতাবে তাবেয়িগনের যুগ
৫।প্রসিদ্ধ ফিকহি মাযহাবসমুহ
৬।আহলে হাদিস
৭।আহলুর রায়
৮।সঠিক পন্থা ও সুষম কর্মনীতি
৯।তাকলিদ
১০।ইজতিহাদ
১১।চতুর্থ হিজরি শতাব্দীর পর ফিকহি মতপার্থক্যের ধারা
১২।মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়

এই গুরুত্বপূর্ণ বইটি ডাউনলোড করুন
ডাউনলোড লিঙ্কঃ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন