বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

মানুষের বিচারঃ

মানুষের বিচার করা সাধারণ কাজ নয়, কারণ এই বিচারকাজ বিচারপতি বা জজকে হয় জান্নাতী বানাবে, নয় জাহান্নামী বানাবে। 
বিচারক, বিচারপতি, জজ মোট তিন ধরণের হয়ে থাকে-তন্মধ্যে দু ধরণের বিচারপতি বা জজদেরকে হাশরের দিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এবং এক ধরণের বিচারপতি জান্নাতের মেহমান হবেন।
জাহান্নামী বিচারপতিদের দল-
_________________
 
**
প্রথম দল- 
যারা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে বিচারের রায় প্রদান করবে, অথচ ভেতরে ভেতরে হক বা প্রকৃত সত্য জানার পরও তা লুকিয়ে রাখবে বা রাখার চেস্টা করবে। এরা এই দুনিয়ায় হয়তঃ সফল হয়ে যাবে কিন্তু হাশরের ময়দানে তাদের ঠিকানা হবে দোজখের লেলিহান আগুন।
**
দ্বিতীয় দল-
যারা প্রকৃত সত্য বিষয়টি না জেনে অন্যায়ভাবে বিচারের রায় প্রদান করবে এবং মানবাধিকার লঙ্ঘন করবে, এই দুনিয়ায় তারা হাসিমুখে জীবন কাটালেও হাশরের ময়দানে তাদের ঠিকানা হবে জাহান্নামের কালচে লেলিহান আগুন।
জান্নাতী বিচারপতি-
__________
 
ঐ বিচারপতি জান্নাতের মেহমান হবেন যিনি প্রকৃত সত্য জেনে আল্লাহকে ভয় করে ন্যায়সঙ্গতভাবে বিচারের রায় প্রদান করবেন।
এ আলোচনা যে সহীহ হাদীসটির উপর ভিত্তি করে করা হলো, তা হচ্ছে- 
2942 -
قاضيان في النار وقاض في الجنة
7095 - حدثنا الشيخ أبو بكر بن إسحاق ، أنبأ محمد بن غالب ، ثنا شهاب بن عباد ، ثنا عبد الله بن بكير ، عن حكيم بن جبير ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي - صلى الله عليه وآله وسلم - قال : " القضاة ثلاثة : قاضيان في النار وقاض في الجنة . قاض عرف الحق فقضى به فهو في الجنة ، وقاض عرف الحق فجار متعمدا فهو في النار ، وقاض قضى بغير علم فهو في النار " .
هذا حديث صحيح الإسناد ولم يخرجاه ، وله شاهد بإسناد صحيح على شرط مسلم . 
المستدرك على الصحيحين
أبو عبد الله محمد بن عبد الله الحاكم النيسابوري 
دار المعرفة
سنة النشر: 1418هـ / 1998م 
رقم الطبعة: --- 
عدد الأجزاء: خمسة أجزاء
وفي رواية أخري- الْقُضَاةُ ثَلاثَةٌ ، قَاضِيَانِ فِي النَّارِ ، وَقَاضٍ فِي الْجَنَّةِ ، قَاضٍ قَضَى بِغَيْرِ حَقٍّ وَهُوَ يَعْلَمُ فَذَاكَ فِي النَّارِ ، وَقَاضٍ قَضَى وَهُوَ لا يَعْلَمُ فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ فَذَاكَ فِي النَّارِ ، وَقَاضٍ قَضَى بِحَقٍّ فَذَاكَ فِي الْجَنَّةِ 
এক সাধারণ মুসলমানের আশঙ্কা, ভয় এবং ফরিয়াদ। 
_____________________________________
 
হে আল্লাহ, তুমি আমাকে সহ সকল মুসলমানদের ক্ষমা কর। আমাদেরকে হেদায়াতের উপর বাকী রাখ। সত্য পথে চলার তাওফিক দাও যেপথে রয়েছে তোমার সন্তুস্টি আর জান্নাতী সুবাস।জাহান্নামী বিচারপতিদের অশুভ কালো থাবা থেকে আমাদেরকে রক্ষা কর।জান্নাতী বিচারকদের দ্বারা আমাদের সমাজে ইনসাফ কায়েম কর। জাহান্নামের লেলিহান শিখার আযাব থেকে আমাদের রক্ষা কর। আমাদের ছোট্ট ছোট্ট অসহায় জীবনগুলোর উপর তোমার রাহমাত আর মাগফিরাত জারী রাখ। 
এ অপার ক্ষমতা শুধু তোমারই আছে, অন্য কারো নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন