শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

মুসলমানরা কখনোই ভারত ছেড়ে যাবে না'



আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলিমরা ‘গর্বিত ভারতীয়’র মতো এখানেই থাকবে, তারা কখনোই ভারত ছেড়ে যাবে না বলে মন্তব্য করলেন ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ নেতা আসাদউদ্দিন ওয়াইসি।
হায়দ্রাবাদের এই এমপি স্পষ্ট জানান, ‘মুসলমানরা সংঘ পরিবার এবং অন্য ফ্যাসিবাদীদের রাজনীতির সামনে কখনোই মাথানত করবে না। তারা সংবিধানের ভিত্তিতে পাওয়া অধিকার, সুবিচার এবং ন্যায্য পাওনার জন্য নিজেদের গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে।’
ওয়াইসিকে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি কোনো ফিল্ম অভিনেতার বিষয়ে কিছু বলতে পারি না। আমি শুধু গর্বিত ভারতীয় হিসেবে বলেতে পারি, সংঘ পরিবার এবং অন্য ফ্যাসিবাদীদের রাজনীতির সামনে মাথানত করব না। ওদের আমাদের হৃদয় এবং মনে ভয় সৃষ্টি করা উচিত নয়। কারণ এটা আমাদের দেশ। যতক্ষণ দুনিয়াতে জীবন আছে, মুসলমানরা ভারতে গৌরবান্বিত ভারতীয় হিসেবে থাকবে। ভারতীয় মুসলমানরা অবশ্যই সাংবিধানিক অধিকারের ভিত্তিতে আন্দোলন করবে, একে কেউ কেড়ে নিতে পারবে না। কারণ সংবিধান এর নিশ্চয়তা দিয়েছে।’

ওয়াইসি বলেন, ‘আমরা কেবল জন্মসূত্রেই নয়, নির্বাচিত ভাবেও ভারতীয়। আমরা অনেক মুসিবত দেখেছি, অনেক দাঙ্গা দেখেছি যাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। আমরা বাবরী মসজিদ ধ্বংস হতেও দেখেছি।’ 

তিনি বলেন, ‘ভারতীয় মুসলিমদের অভিযোগ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। কারণ এরা মুসলিমদের সাংবিধান প্রদত্ত অধিকার দেয় নি। তা সত্ত্বেও এটা আমদের দেশ আমরা আমদের সাংবিধানিক আন্দোলন জারি রাখব এবং অবশ্যই আমাদের ন্যায্য হিস্যা এবং অধিকার পাব।’
- রেডিও তেহরান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন