বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

রাসূলুল্লাহ স. এর ১০০০ সুন্নাত


শাইখ খালীল আল হোসেনান রচিত ’1000 Sunan Every Day and Night’ বইটির বাংলা অনুবাদ, যা ডক্টর শাহ মুহাম্মদ আব্দুর রাহীম এবং মোহাম্মদ নাছের উদ্দিন সাহেবদ্বয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আলোর মুখ দেখেছে। সকল প্রসংশা আল্লাহর।
যা যা আছেঃ

* ঘুমোতে যাবার আগে মাসনূন দোয়া
* ঘুম থেকে জেগে উঠার পরে পালনীয় সুন্নাত
*প্রস্রাব-পায়খানায় প্রবেশ এবং বের হবার সুন্নাত নিয়ম
*কখন মিসওয়াক করা সুন্নাত, এর উপকারিতা ও ফযিলত
* ওযুর বিধি-বিধান, সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়মে করার ফযিলত, ভঙ্গের কারণ
* গোসল করার সুন্নাত নিয়ম
*ঘর-মসজিদে্র সুন্নাত
*সালাতের সুন্নাত (বিস্তারিত)
*সকাল-সন্ধ্যায় পঠিত কিছু মাসনূন দোয়া বা আল্লাহর যিকির

** এছাড়াও আরও অনেক সুন্নাতের বর্ণনা রয়েছে
নিজে পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন ইনশা’আল্লাহ।

প্রকাশকঃসোনালী সোপান প্রকাশন

পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেতে দেখুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন