বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ম‌রে‌তো যা‌বোইঃ মৃত্যুটা হোক পাহাড়পুরী রহঃ এর মত লা‌খো দ্বীনদা‌রের কান্না‌মি‌শ্রিত দুআয়!

Lutfor Faraji

হাজা‌রো উলামার উস্তাদ। বহু মাদরাসার মুরুব্বী এবং আল্লাহ ভোলা মানু‌ষের আধ্যা‌ত্মিক রাহব‌ার শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহঃ। 
ক্ষণজন্মা এক মহা পুরুষ। জমীন যেমন মানু‌ষের পদস্প‌র্শে গর্ব‌বোধ ক‌রে। সমাজ যা‌কে নি‌য়ে স্বপ্ন দে‌খে। পা‌পিষ্ট যার সংস্প‌র্শে প‌রিণত হয় খাঁ‌টি সোনায়। যার কথায় ইলম আর তাক্বওয়ার নূর ঝ‌রে। দেখ‌লে মা‌লি‌কের কথা স্মরণ হয়। আম‌লে আখলা‌কে সুন্ন‌তে নববীর দ্যু‌তি ঝিল‌কে উ‌ঠে।
এমনি এক খাঁ‌টি মানুষ। মা‌টির মানুষ। প্রিয় মানুষ ছি‌লেন পাহাড়পুরী রহঃ। মৃত্যুর ছয় ঘন্টার মাথায় নির্ধা‌রিত জানাযায় তিল ধার‌ণের ঠাঁই নেই সু‌বিশাল মা‌ঠে। উপ‌ছে পড়া উলামা তুলাবা ও মুস‌ল্লি‌দের স্রোত কামরা‌ঙ্গিরচর মাদরাসা মাঠ, প্র‌তি‌টি বি‌ল্ডিং পে‌ড়িয়ে আশপা‌শের রাস্তা ভরপুর ক‌রে দেয়। 
ঢাকার শীর্ষ উলামা থে‌কে নি‌য়ে সর্বস্ত‌রের মানু‌ষের বিপুল সমাগম সা‌ক্ষি দেয় "মানুষটা ভাল ছিল"। যার বি‌য়ো‌গে কেঁ‌দে উ‌ঠে‌ছে লা‌খো মু‌মি‌নের হৃদয়। ভালবাসার টা‌নে পঙ্গপা‌লের ন্যায় ছু‌টে এ‌সে‌ছে প্রিয় মানুষ‌টির শেষ কৃত্যানুষ্ঠা‌নে।
তীব্র ভীর ঠে‌লে, মাওলানা আকরাম হুসাই‌নের কল্যা‌ণে হযর‌তের নিথর চেহারাটা যখন দে‌খি, তখন ম‌নের ম‌ণি‌কোঠায় বাসনা জা‌গেঃ মৃত্যুটা এম‌নি হোক। লা‌খো মানু‌ষের চো‌খের অশ্রু‌তে। কল্যাণী দুআর প‌রি‌বে‌শে। জীবনটা হোক হযর‌তের মত তাক্বওয়াময়। উম্মাহ দরদী কর্মব্যস্ততার। মা‌লি‌কের রা‌হে ইবাদত ও রোনাজারীময়।
আমীন। ছুম্মা আমীন।

আল্লাহ তাআলা হযরত‌কে জান্না‌তের উঁচু মাকাম দান করুন। হযর‌তের আমলী যি‌ন্দেগী সবার জন্য হোক রা‌হে হিদায়াত। আমীন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন