তার নাম অহমদ,পিতার
নাম-মুহাম্মদ,দাদার নাম-হাম্বল,উপনাম-আবূ অবদুলস্নাহ।
জন্মগ্রহণঃ
ইমাম আহমদ ইবনে হাম্বল (র)১৬৪ হিজরীতে বাগদাদে জন্ম গ্রহণ
করেন।তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তিôকাল
করেন।
শিড়্গাজীবনঃ
১৮৬ হিজরীতে ইমাম আহমদ (র) হাদীস শিড়্গার উদ্দেশ্যে বসরা
গমন করেন।তিনি শায়খ ইবনে বশীরের খেদমতে ৪ বছর হাদীস বিজ্ঞানের সব শাখায় বিচরণ
করেন।তিনি হাদীস সংগ্রহ ও শিড়্গার মানসে ইয়ামান ও কুফাতে ভ্রমন করেন।
রচনাবলীঃ
১·আল মুসনাদ ২·কিতাবুত তাফসীর ৩·কিতাবুল ইলাল ৪·আল মানসুখ ৫·কিতাবুল
মাসায়েল।ইমাম আহমদ ইবনে হাম্বল সংকলিত “মুসনাদে আহমদ” সম্পর্কে মুহাদ্দিসদের অভিমত হলোঃ মুসনাদে আহমদ
বুখারী মুসলিম এর পরে হাদীসের সর্বাধিক সমন্বয়কারী ও বিশুদ্ধতম গ্রন্থ।
তার সম্পর্কে ইমাম শাফেয়ী (র) বলেনঃআহমদ (র) অটটি বৈশিষ্টের
ইমাম ছিলেন-হাদীস,ফিকাহ,অভিধান,কুরআন,দারিদ্রতা,তাকওয়া,পরহেযগারী ও সুন্নাহর ইমাম।
ইন্তিôকালঃ
হিজরী ৩য় শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিন ইমাম আহমদ ইবনে
হাম্বল (র) ২৪১ হিজরীর ১২ রবিউল আউয়াল জুমাবার মহান রবের সান্নিধ্যে পাড়ি
জমান।বাগদাদের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইবনে আবদুলস্নাহ ইবনে তাহের তার জানাজার
বিশাল জামায়াতে ইমামতি করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন