বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি


১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বৃহত্তর বাংলায় পাকাপাকি আসন গেড়ে বসে। সাথে সাথেই তারা শুরু করে জুলুম ও লুটপাটের এক কালো অধ্যায়। শুরুতেই বাংলার ধনভাণ্ডার খালি করে ব্রিটেনে পাঠিয়ে দেয়া হয়। নবাব সিরাজ-উদ-দাওলার সময়কার ভূমির ১০% খাজনাকে বাড়িয়ে তারা ৫০% করে দেয়। কৃষকদের বাধ্য করা হয় ধানের বদলে জমিতে আফিম চাষ করার জন্য, যারা ধানের মজুদ রাখতো তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। তাদের এ সকল নীতি আর ১৭৬৯ এর খরা বাংলায় ৭৬’এর মন্বন্তর (বাংলা ১১৭৬ সাল) নিয়ে আসে। এ মহা দুর্ভিক্ষের পূর্বে বৃহত্তর বাংলার জনসংখ্যা ছিল ৪ কোটি, এর মধ্যে ১ কোটি মানুষ এ দুর্ভিক্ষে মারা যান। হাজার হাজার মানুষ মুঘল সম্রাটের অধীনে চলে যান। এ দুর্যোগে ত্রাণ বিতরণ বা সাহায্য করার পরিবর্তে লাভ কমে গেছে দেখে কোম্পানি ভূমির খাজনা আরও ১০% বাড়িয়ে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন