বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

উসমানীয় সুলতান, খলীফা প্রথম আব্দুল হামিদ।


৭ এপ্রিল ১৭৮৯ সালের এই দিনে ৬৪ বছর বয়সে ইন্তিকাল করেন উসমানীয় সুলতান, খলীফা প্রথম আব্দুল হামিদ। তিনি ১৭৭৪ থেক ১৭৮৯ সাল পর্যন্ত মোট ১৬ বছর শাসনকার্য পরিচালনা করেন। তার শাসনামলে মুসলিমেরা রাশিয়ার সাথে যুদ্ধে পরাজিত হলেও ১৭৮৮ সালে অষ্ট্রিয়ার বিপক্ষে বিজয় লাভ করে। 

ব্যক্তিগত জীবনে সুলতান খুবই ধার্মিক, শান্তিপ্রিয় ও প্রজাহিতৈষী ছিলেন। লোকেরা তাকে পছন্দ করতো ও তার ধার্মিকতার জন্য তাকে ‘ভালি’/দরবেশ বলে ডাকতো। তার একটি ঘটনা বেশ বিখ্যাত হয়ে আছে। ১৭৮২ সালে রাজধানী কন্সট্যান্টিনোপলে একটি বিরাট অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে যাতে প্রায় ৬০০ বাড়িঘর পুড়ে যায়। সুলতান জীবনের পরোয়া না করে নিজেই ছুটে যান আগুন নেভাতে ও অগ্নি-নির্বাপণে স্বয়ং ফায়ার ব্রিগেডের নেতৃত্ব দেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন