বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

পৃথিবীর যে সব দেশে রাষ্ট্রধর্ম হিসেবে নির্দ্দিষ্ট একটি ধর্ম বহাল রয়েছে..


যে সকল দেশে রাষ্ট্রধর্ম --- ইসলাম
১) বাংলাদেশ
২) জিবুতি
৩) ইরাক
৪) পাকিস্তান
৫) ফিলিস্তিন
৬) তিউনিসিয়া
৭) আফগানিস্তান
৮) আল জেরিয়া
৯) ব্রুনেই
১০) কোমোরোস
১১) জর্দান
১২) লিবিয়া
১৩) মালদ্বীপ
১৪) মালয়েশিয়া
১৫) মৌরিতানিয়া
১৬) মরক্কো
১৭) মিশর
১৮) কাতার
১৯) সৌদী আরব
২০) সোমালিয়া
২১) সংযুক্ত আরব আমিরাত
২২) ইরান
২৩) ওমান
২৪) কুয়েত
২৫) ইয়েমেন
২৬) বাহরাইন

যে সকল দেশে রাষ্ট্রধর্ম --- খ্রিস্টান
১) কোস্টা রিকা
২) লিশটেনস্টাইন
৩) মাল্টা
৪) মোনাকো
৫) ভ্যাটিকান 
৬) অ্যানডোরা
৭) আর্জেন্টিনা
৮) ডোমিনিকান রিপাবলিক
৯) এল সালভাদর
১০) পানামা
১১) প্যারাগুয়ে
১২) পেরু
১৩) পোল্যান্ড
১৪) স্পেন
১৫) গ্রীস
১৬) জর্জিয়া
১৭) বুলগেরিয়া
১৮) ইংল্যান্ড
১৯) ডেনমার্ক
২০) আইসল্যান্ড
২১) নরওয়ে
২২) ফিনল্যান্ড
২৩) সুইডেন
২৪) টোঙ্গা
২৫) টুভালু
২৬) স্কটল্যান্ড
২৭) ফ্রান্স
২৮) হাঙ্গেরী

যে সকল দেশে রাষ্ট্রধর্ম --- বৌদ্ধ 
১) কম্বোডিয়া
২) শ্রীলঙ্কা
৩) থাইল্যান্ড
৪) মায়ানমার
৫) ভূটান

যে সকল দেশের রাষ্ট্রধর্ম ইহুদীধর্ম
১) ইসরায়েল


বি: দ্র: অনেকে অনেক লিঙ্ক দিয়ে বলছে, অমুক দেশ সেক্যুলার, তমুক দেশ সেক্যুলার নয়। এই দেশের রাষ্ট্রধর্ম এটা-ওটা....ইত্যাদি। কিন্তু মূল বিষয়টি বোঝার জন্য বাংলাদেশের সংবিধানটা বোঝার দরকার আছে। বাংলাদেশের সংবিধানের শুরুতে যেমন ধর্মনিরপেক্ষতা আছে, ঠিক তেমননি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামও আছে। বেশিরভাগ দেশের সংবিধানই এইরকম। যার কারণে উইকিপিডিয়ায় সেকুল্যার স্টেটের লিস্টে বাংলাদেশ আছে, ঠিক একইভাবে স্টেট রিলিজিওনের লিস্টেও বাংলাদেশ আছে। তবে আমি উপরে যে লিস্ট দিয়েছে, সেটা অধিকাংশ ক্ষেত্রে সঠিক। এখানে শুধু তাদের নামই সংযুক্ত আছে, যে সব রাষ্ট্রের সংবিধানে ধর্ম হিসেবে কোন নির্দ্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। লিস্টে মোট ৬০টি দেশ আছে, যার ২৬টির রাষ্ট্রধর্ম ইসলাম, ২৮টি রাষ্ট্রের ধর্ম খ্রিস্টানিটি, ৫টির বৌদ্ধ এবং ১টি ইহুদীধর্ম।

তবে একটি সত্য কথা বলতেই হয়- ধর্মনিরপেক্ষ বলে কিছু নাই, কেউ-ই ধর্মনিরপেক্ষ থাকতে পারে না। যারা সারাদিন নিজেদের ধর্মনিরপেক্ষ বলে গর্ব করে তারাও কখনও ধর্মনিরপেক্ষ নয়, বরং গোড়া সাম্প্রদায়িক। এ পোস্টটি (https://goo.gl/8IWbRf) পড়ে দেখুন , যেখানে ১০টি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশের কার্যক্রম দেওয়া আছে, যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও আসলে তারা গোড়া সাম্প্রদায়িক ও ইসলাম বিদ্বেষী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন