বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

3.2$ মূল্যের সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে নিন একদম ফ্রিতে।অবাক হয়ে যাবেন এই অ্যাপটি দেখে।।এখনি ডাউনলোড করে নিন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
যাইহোক কাজের কথাই আসি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অতি প্রয়োজনীয় একটি অ্যাপ।
ক্যালকুলেটর কার না লাগে।আর একটা ভাল মানের সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি বাজার থেকে কিনতে যাই অনেক টাকাই লাগে।যেহেতু আপনার একটি স্মার্ট ফোন আছে তাইলে বাজার থেকে কেনার কি দরকার।
আজ আমি আপনাদের যে ক্যালকুলেটর অ্যাপটা দিবো সেটাও কিন্তু ফ্রি নয়!!
প্লেস্টোরে এই অ্যাপের দাম 3.2$।
আর রেটিং ৪.৮। ৫ এর মধ্যে।
তাহলে বুঝতেই পারছেন কি জিনিস এইটা।
চলুন এক নজরে অ্যাপটির সংখিপ্ত রিভিউ দেখা যাক।
অ্যাপ নেম:- RealCulc plus pro.
প্লেস্টোর মূল্য:- 3.2$
# সম্পূর্ণ সায়েন্টিফিক মডুউল।
# speed,time,area,Distance, volume,Etc পরিমাপ করার সুজোগ।
এছাড়াওও আরো অনেক কিছু যা লিখে শেষ করা সম্ভব নয়।একবার ব্যাবহার করেই দেখুন।সম্পূর্ণ সায়েন্টিফিক ক্যালকুলেটরের মজা না পেলে দুইটা গালি দিয়েন।
স্ক্রিনশট খেয়াল করুন।



12239958_562279490588948_616130795826353591_n

12208516_562279517255612_8605657987880444183_n

12239601_562279543922276_770587736120393215_n
আর হ্যা ফোন থেকে ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যাবহার করুন।Create Download link ক্লিক করলে অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন