আসসালামুআলাইকুমওয়ারাহ মাতুল্লাহ । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা । ইতিপূর্বে ব্যস্ততার কারণে লেখালেখি করা হয়ে উঠেনি । বৃহস্পতিবার আসলেই মনে আনন্দ চলে আসে যার ধারাবাহিকতায় এরকটি লেখা লিখে ফেললাম । ছোটখাট কয়েকটি টিপস শেয়ার করবো আজ। চলুন যথারীতি শুরু করি ।কম্পিউটারে আমরা বাংলা লেখার জন্য অভ্র কিংবা বিজয়ের সহায়তা নিয়ে থাকি । কিন্তু অভ্র কিংবা বিজয় ছাড়াই এ কাজটি আপনি খুব সহজেই করতে পারেন গুগল ট্রান্সলেট দিয়ে । বিশেষ করে ইউনিকোডে বাংলা লেখার ক্ষেত্রে এ বিষয়টি খুবই কার্যকরী । কাজটি করার জন্য প্রথমে গুগল ট্রান্সলেট-এ যান । বাম পাশে বাংলা এবং ডান পাশে ইংরেজী ভাষা নির্বাচন করুন । অতপর ইংরেজীতে টাইপ করুন বাংলা ভাষা, সেটি পরিবর্তন হয়ে যাবে বাংলায় এবং এ লেখা সবজায়গায় ব্যবহার করতে পারবেন । সমস্যা একটাই এ কাজে আপনার ইন্টারনেট সংযোগ থাকা লাগবে । উদাহরণস্বরূপ আপনি যদি লিখেন Amar nam aiman তবে সেটি বাংলায় পরিবর্তিত হয়ে দেখাবে আমার নাম আইমান । শুধু তাই নয়, ডান পাশে যথারীতি তার ইংরেজী অনুবাদও দেখতে পাবেন । ফলে একের ভিতর দুই সুবিধা । আপনার ইংরেজী অনুবাদও জানা হয়ে গেলো । নিচের ভিডিওটিতে ইউনিকোড লেখার প্রক্রিয়া ছাড়াও রয়েছে আরেকটি মজার বিষয় । সাম্প্রতিক অত্যন্ত দুখজনক একটি ঘটনা একের পর এক ব্লগার হত্যা । ঘটনা দেখে মনে হওয়া স্বভাবিক ব্লগার মানেইকি মেরে ফেলা??? কিন্তু গুগল ট্রান্সলেট এর এ ভিডিও দেখলে আপনার মনে এরকম মনে হতে পারে । মাইরালা শব্দের অর্থ কেন ব্লগার হতে যাবে । কিন্তু গুগল ট্রান্সলেটতো তাই প্রমাণ করছে । এ ভিডিওর মাধ্যমে বিষয়টি আরেকটু ষ্পষ্ট হবে ।
ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আপনি কি জানেন? উইন্ডোজ মুভি মেকার নামে অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার উইন্ডোজেই রয়েছে । উইন্ডোজ এক্সপিতে সফটওয়্যারটি বিল্ট ইন অবস্থায় থাকে, অন্যান্য উইন্ডোজ এর ক্ষেত্রে সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হয় । উইন্ডোজ মুভি মেকার দিয়ে আপনি ভিডিও এডিট, বিভিন্ন ইফেক্ট সংযোজন, ট্রানজিশন সংযোগসহ অডিও এড করতে পারবেন । এছাড়াও বিভিন্ন এনিমেশন এবং ছবি যুক্ত করে ছোট পরিসরে ভালো ইউনিক ভিডিও বানাতে পারবেন যা ইউটিউবে ইউনেক কন্টেন্ট হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে । আপনার অপারেটিং সিস্টেম উইন্ডাজ এক্সপি না হলে এ লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যারা বাংলা ইংরেজী লিখি আমাদের প্রয়োজন বারবার মাউসে হাত না দিয়ে কীবোর্ড সর্টকাট এর মাধ্যমে একসাথে কাজ করা । তাহলে একদিকে যেমন সময় বাচবে অন্যদিকে একদিকে মনযোগ দিয়ে দ্রুত কাজ করা যাবে । এজন্য মাইক্রোসফট ওয়ার্ড এর হোম বাটনে ক্লিক করুন । তারপর ওয়ার্ড অপশনে ক্লিক করুন, এখাসে থেকে কাস্টমাইজে গিয়ে আপনি ফন্ট এর সর্টকাট টাইপ করে ইচ্ছামত সর্টকাট বানাতে পারবেন । অতপর কাজের সময় এসব সর্টকাট কাজে আসবে । ভিডিও থেকে দেখে নিন কিভাবে এটি করবেন ।
এবার মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি মজার বিষয় নিয়ে আলোচনা করছি । মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা ইংরেজী একসাথে টাইপ দেখলাম । যদি এমন হয় আরবীও করা যাচ্ছে তবে কেমন হবে । অবশ্য সেটি সর্বক্ষেত্রে নয় মনে করুন আপনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) এর নাম লিখেছেন সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডই আপনাকে সহায়তা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বা লিখতে । এজন্য ইংরেজীতে বাংলায় মোহাম্মদ লিখে একটি স্পেস দিয়ে এফডিএফএ লিখুন তারপর কীবোর্ড থেকে কমান্ড টাইপ করুন অল্টার + এক্স । Mohammad fdfaAlt+X এবার দেখুন আরবীতে চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিও দেখে আপনিও চেষ্টা করে দেখতে পারেন । আমরা আমাদের প্রিয় নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও ওয়ার্ড সে ব্যবস্থা কিন্তু করে ফেলেছে । আলহামদুলিল্লাহ । অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য মাইক্রোসফট কর্তৃপক্ষকে ।
ইতিপূর্বে আমার অনলাইন আর্নিং সম্পর্কিত লেখাগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন । কেউ কেউ উপকৃত হয়েছেন । আবার কেউ কেউ হাল ছেড়ে দিয়ে অনলাইনে কাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন । আসলে প্রতিটি কাজেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম ব্যতিত সাফল্য সহজে ধরা দেয় না । অনলাইনে আয়ের বিষয়ে ভিডিও সহ পরিপূর্ণ গাইডলাইন সম্পর্কিত সাম্প্রতিক আরেকটি আর্টিকেল লিখেছি, সবচেয়ে নির্ভরযোগ্য পথ নিয়ে এখানে আলোচনা আছে, যা আপনার উপকারে আসবে । এবার হয়তো আপনি আয় করতে পারবেন । দেরী না করে লেখাটি পড়ে ফেলুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন