না। এদেশের মিডিয়া মানুষের জন্য না। নৈতিক চারিত্রিকদের জন্য না। আদর্শবাহী মানবতার কল্যাণকারীদের জন্য না। এদেশের মিডিয়া কালোবিড়ালদের জন্য। হনুমান ইনুদের জন্য। লম্পটদের লাম্পট্যের জন্য। চোরদের জন্য। দুর্নীতিবাজদের জন্য। কেলেঙ্কারিদের জন্য। রুবেলদের জন্য। হ্যাপীদের জন্য। মমতাজদের জন্য। সানিলিওনদের আগমনের জন্য। অর্ধনগ্ন
উলঙ্গদের জন্য। মানুষের জন্য না।
.
দেশের শীর্ষ পর্যায়ের জ্ঞানী, আলেম, পণ্ডিত, শিক্ষাবিদ, মানবতার সেবক, ইসলামি আইনবিদ, সকলের স্বীকৃত ফক্বীহে মিল্লাত, মুফতি আযম, প্রাচ্যের মধ্যপ্রাচ্যের সেমিনারে আমন্ত্রিত সমাদৃত বক্তব্য দানকারী শায়খ আব্দুর রহমান সাহেব গতকাল সন্ধ্যা ৭.৪০ শে ইন্তেকাল করেন। দেশের কোন মিডিয়া এমনকি উল্লেখযোগ্য কোন পত্রিকা এই খবর প্রচার করেনি।
.
যিঁনি জন্মের পর হতেই শৈশবে বাল্যে কৈশোরে যুবক বয়সে বার্ধক্যে পৌঢ়ে জীবনের প্রতিটি ধাপে ছিলেন ঝলমলে উজ্জ্বল নক্ষত্র। যিনি বিদেশে সুনাম অর্জন করে এনেছেন, দেশে সুনাম প্রতিষ্ঠা করেছেন। নিজে সারাজীবন শিক্ষাদীক্ষা দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন শত শিক্ষাপ্রতিষ্ঠান, রিসার্চ সেন্টার আর সমাজকল্যাণমুলক প্রতিষ্ঠান।
.
এই মহান মানুষের মৃত্যুসংবাদ পরিবেশনের জায়গা হলোনা আমাদের মিডিয়াগুলোতে। জানানো হলোনা তাঁর জানাজার সময়,স্থান। তবে কী মানুষ জানতে পারেনি তাঁর মৃত্যুসংবাদ? তবে কী মানুষ অংশগ্রহণ করতে পারেনি তাঁর জানাজায়?
.
মিডিয়ায় স্থান না পেলেও তাঁর স্থান রয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে। লাখো লাখো মানুষ ছুটে চলে এসেছে দেশের প্রান্ত থেকে প্রান্ত হতে তাঁর জানাজায় শরিক হতে। শেষবারের মত এক নজর দেখতে তাদের হৃদয়ে স্থান করে নেয়া মানুষটাকে। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেও এত মানুষের সমাগম করা যায়না। মন্ত্রী-প্রধানমন্ত্রী হয়েও এত মানুষ জানাজাতে এসে দোয়া করা কপালে জুটে না। জুটেনি শেখ মুজিবের, হুমায়ুন আহমেদ, আজাদের। এসব জুটে আজিজুল হক, নুরুদ্দিন গহরপুরী, গোলাম আযম, আমিনী, শায়খ আব্দুর রহমানদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন