একদা ইমাম আবু হানিফা (রহ.) এর শহরে এক বাড়ি থেকে একটি মুরগি চুরি হল। বেচারা মুরগীর মালিক খুব কষ্ট পেলো। উপায় অন্তর না পেয়ে শেষে উপস্থিত হল ইমাম সাহেবের দরবারে। খুলে বললো সব মনের কষ্টের কথা। ইমাম সাহেব বেচারার কষ্ট বুঝতে পারলেন। তিনি তাকে ধৈর্য ধরতে বললেন। বেচারা কিছুটা সান্ত্বনা পেয়ে বাড়ি ফিরে গেলেন।
পরদিন সকাল বেলা ইমাম সাহেব ফজরের নামাজের পর আগত সকল মুসল্লিদের সাথে কথা বলছিলেন। হটাৎ কথার মাঝে তিনি বলে উঠলেন-
পরদিন সকাল বেলা ইমাম সাহেব ফজরের নামাজের পর আগত সকল মুসল্লিদের সাথে কথা বলছিলেন। হটাৎ কথার মাঝে তিনি বলে উঠলেন-
“তোমাদের মধ্যে ঐ ব্যক্তির লজ্জা থাকা উচিৎ যে ব্যক্তি গতকাল মুরগী চুরি করেছে আর তার কপালে এখনো মুরগীর পালক লেগে আছে”
ঘটনাক্রমে ঐ সময়ে সেই মজলিসে খোদ ঐ চোর উপস্থিত ছিল। ইমাম সাহেবের কথা শোনার পর সে নিজের মাথায় হাত দিল। আর অন্য দিকে ইমাম সাহেব সবার মাঝে চোর কে চিনে নিলেন।
মজলিস শেষে ইমাম সাহেব চোর বেচারা কে ডেকে পাঠালেন, এবং সে আসার পর বললেন- সে যেন মুরগীটিকে তার মালিকের নিকট পৌঁছে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন