শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

তাকবীরে তাহরীমা বলার সময় হাত কতটুকু উপরে তোলা সুন্নাত????

সহীহ হাদীসে বর্ণিত আছে, রাসূল (স,) নামাযের শুরুতে তাকবীরে তাহরীমা বলার সময় দুই হাত, কান পর্যন্ত তুলতেন। যা নিম্নে হাদীসগুলো দ্বারা প্রমাণিত।
(১) হযরত মালেক ইবনে হুওয়াইরিস (রাযি) হতে বর্ণিত, রাসূল (স,) যখন নামায আরম্ভের সময় তাকবীরে তাহরীমা বলতেন, তখন দুই হাত কান পর্যন্ত তুলতেন। (দলিল সহীহ মুসলিম -১ /১৬৮, সুনানে নাসায়ী -১ /১০২)
হযরত বারা ইবনে আযেয (রাযি) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (স,) যখন তাকবীরে তাহরীমা বলতেন এই পরিমাণ হাত তুলতেন যে, আমরা রাসূল (স,) এর দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কানের কাছাকাছি দেখতাম। (দলিল মুসনাদে আহমাদ -৫ /৩৯১)।
উল্লিখিত হাদীসগুলি সহীহ ও শুদ্ধ সনদে বর্ণিত এবং নামাযে তাকবীরে তাহরীমা বলার সময় যে হাত কান পর্যন্ত উঠানো সুন্নাত এর প্রমান পাওয়া যায়। এ ছাড়া নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ আবু দাউদ, তহাবী ও দারাকুতনীসহ অনেক কিতাবে আরো বহু হাদীস রয়েছে, যা কান পর্যন্ত হাত তোলা সুন্নাত হওয়ার প্রমাণ বহন করে।
সুতরাং গোমরাহ লা মাযহাবী দের নামায সহীহ হওয়ার প্রশ্নই আসে না। তারা গোমরাহির মদ্ধে হাবু ডুবু খাচ্ছে, বর্ত মানে পৃথিবীর মদ্ধে সব চেয়ে বড় ফেতনা হচ্ছে আহলে হাদীস নামের খোবিস রা।
হে আল্লাহ তুমি আমাদের সবায় কে ওদের ফেতনা থেকে বেচে থাকার তৌফিক দান করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন