শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

নাভির নিচে হাত বাঁধা সুন্নাত

নামাযে দাঁড়ানো অবস্থায় হাত নাভির নিচে বাঁধা সুন্নাত। একথা সহীহ শুদ্ধ হাদীস দ্বারা প্রমানিত।
১ নং হাদীস
عن علقمةبن وائل بن حجر عن أبيه رأيت النبي صلي الله عليه وسلم قال: وضع يمينه علي شماله في الصلاةتحت السرة 
অর্থ :হযরত আলকামা (রহ,) তার পিতা ওয়ায়েল বিন হুজুর (রাযি,) হতে বর্ণনা করেন, ওয়েল বিন হুজুর (রাযি,) বলেন, আমি রাসুল (স,) কে নামাযে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখতে দেখেছি। (মুসান্নাফে ইবনে আবি শায়বা -৩ /৩২০)।
2 নং হাদীস
عن علي رضي الله عنه قال من السنة وضع الأيدي علي الأيدي تحت السرر،
অর্থ : হযরত আলী (রাযি,) হতে বর্ণনিত তিনি বলেন, নামাযে (দাঁড়ানো অবস্থায়) নাভির নিচে হাতের উপর হাত রাখা রাসুল (স,) এর সুন্নাত। (মুসান্নাফে ইবনে আবী শায়বা -৩ /৩২৪)
এরো কম হাজারো দলিল আছে আমাদের যা ভন্ড লা মাযহাবী দের নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন