শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

রাসুলুল্লাহ (সা,) এর নামায বলতে কি বুঝায়???

ইসলামের পঞ্চম ভিত্তির দ্বিতীয় ভিত্তিটাই হচ্ছে দৈনিক পাঁচ বেলা নামায কায়েম করা। এ নামাযকে হাদীস শরীফে জান্নাতের চাবি বলে আখ্যায়িত করা হয়েছে। শেষ বিচারের দিনে সমস্ত আমলের মধ্যে সর্ব প্রথম নামাযের হিসাব হবে বলেও হাদীস শরীফে উল্লেখ আছে। এক হাদীসে রাসুল (স,) বলেছেন তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ, সেভাবে নামায পড়। রাসূলের এ নির্দেশটা ছিল তাঁর সাহাবা রাযি, গণকে উদ্দেশ্য করে তাই আমরা যারা সরাসরি রাসূলকে দেখিনি, আমাদের জন্য রাসূল কিভাবে নামায পড়তেন, তা তাঁর সাহাবাগণের বিবরণ ও তাদের আমল থেকেই শিখতে হবে।
কিন্তু আজকাল বাজারে এমন কিছু বই পাওয়া যচ্ছে, যেগুলো সালাতুর রাসুল ( স,) বা রাসুল (স,) এর নামায নামে প্রকাশিত। এ সব বইয়ের বেশ কয়েকটাতেই একথা প্রমাণ করার হীন প্রয়াস চালানো হয়েছে যে, হানাফী মাযহাব মতে যে নামায পড়া হয়, এটা রাসুল (স,) এর শিক্ষা দেওয়া নামায নয়! সুতরাং এ মর্মটা প্রমান করার জন্য যে সব বইয়ের নাম দেওয়া হয়েছে সালাতুর রাসুল (স,) বা রাসুল (স,) এর নামায, সেসব বইয়ের নামটাই যে চরম বিভ্রান্তিকর গোলক ধাঁধাঁ, তা বলারই অপেক্ষা রাখে না। এ সব চক্রান্তমূলক বই ইতিমধ্যে অনেক হানাফী জনসাধারণ, এমনকি অনেক অপরিপক্ব আলেমকে ও মারাত্মক সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। এহেন চক্রান্তের হাত থেকে সরল মুসলমানদের সঠিক পথের দিশা দানের জন্যই এ পষ্ট লিখার প্রয়াস। আশা করি এর দ্বারা বিভ্রান্তি সৃষ্টিকারিদের মুখোশ উম্মচন হয়ে যাবে। সামনে এ বিষয়ে নিয়োমিত পষ্ট করা হবে ইনশা আল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন