মায়ের সাথে বেয়াদবি
(তামান্না খলিল)
ছোট্ট ছেলে, নাম আরিফ। ফুট ফুটে চেহারা। লেখা পড়া করে গাঁয়ের স্কুলে। ভাল ছাত্র, মায়ের ভক্ত, এক সময় গ্রাজুয়েট করে সে সৈনিক ডিপার্মেন্টে ভাল একটি চাকুরি পায়। কিছু দিন পর বিয়ে করে আরিফ স্ত্রীর নাম শরীফা। উচ্চ শিক্ষিত ধনীর দুলালী, ফ্যামেলীকে না জানিয়েই বিয়ে করে সে। হঠাৎ বউ নিয়ে বাড়ি উঠে সে। মা মেনে নেয় কারন তিনি যে মা; কিন্তু সহ্য করতে পারেনা শরীফা তার নতুন মা কে। স্বামীর কাছে প্রতিনিয়ত অভিযোগ করে মায়ের ব্যাপারে। ছেলেও স্ত্রীর মোহে পরে ভুলে যায় মাকে। প্রথমে হালকা বকা ঝকা পরে একটা ঘটনা নিয়ে মাকে খুব কঠিন একটা গালি দেয় আরিফ। মায়ের কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহর আরশ কেঁপে উঠে। সঙ্গে সঙ্গে বোবা হয়ে যায় আরিফ। মুখ আওরায় কিন্তু কথা বের হয় না। প্রথমে বিষয়টি সবাই বুঝতে পারেনি কিন্তু আরিফ ঠিকই বুঝে ছিল, কিন্তু তখন আর কিছুই করার ছিলনা। এখন আরিফ শুধু হাওমাউ করে কাঁদে, কিন্তু ………।
শিক্ষা : মায়ের সাথে বেয়াদবী করলে তার শাস্তি দুনিয়াতেই পেতে হয়। সুতরাং আল্লাহ তা’আলা আমাদেরকে মায়ের সাথে বেয়াদবি করার মতো জঘন্য কাজ থেকে বেচেঁ থাকার তৌফিক দান করুক।
শিক্ষার্থী: জামিয়া হুসাইনিয়া মহিলা মাদ্রাসা, মালনী রোড, নেত্রকোনা।
(তামান্না খলিল)
ছোট্ট ছেলে, নাম আরিফ। ফুট ফুটে চেহারা। লেখা পড়া করে গাঁয়ের স্কুলে। ভাল ছাত্র, মায়ের ভক্ত, এক সময় গ্রাজুয়েট করে সে সৈনিক ডিপার্মেন্টে ভাল একটি চাকুরি পায়। কিছু দিন পর বিয়ে করে আরিফ স্ত্রীর নাম শরীফা। উচ্চ শিক্ষিত ধনীর দুলালী, ফ্যামেলীকে না জানিয়েই বিয়ে করে সে। হঠাৎ বউ নিয়ে বাড়ি উঠে সে। মা মেনে নেয় কারন তিনি যে মা; কিন্তু সহ্য করতে পারেনা শরীফা তার নতুন মা কে। স্বামীর কাছে প্রতিনিয়ত অভিযোগ করে মায়ের ব্যাপারে। ছেলেও স্ত্রীর মোহে পরে ভুলে যায় মাকে। প্রথমে হালকা বকা ঝকা পরে একটা ঘটনা নিয়ে মাকে খুব কঠিন একটা গালি দেয় আরিফ। মায়ের কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহর আরশ কেঁপে উঠে। সঙ্গে সঙ্গে বোবা হয়ে যায় আরিফ। মুখ আওরায় কিন্তু কথা বের হয় না। প্রথমে বিষয়টি সবাই বুঝতে পারেনি কিন্তু আরিফ ঠিকই বুঝে ছিল, কিন্তু তখন আর কিছুই করার ছিলনা। এখন আরিফ শুধু হাওমাউ করে কাঁদে, কিন্তু ………।
শিক্ষা : মায়ের সাথে বেয়াদবী করলে তার শাস্তি দুনিয়াতেই পেতে হয়। সুতরাং আল্লাহ তা’আলা আমাদেরকে মায়ের সাথে বেয়াদবি করার মতো জঘন্য কাজ থেকে বেচেঁ থাকার তৌফিক দান করুক।
শিক্ষার্থী: জামিয়া হুসাইনিয়া মহিলা মাদ্রাসা, মালনী রোড, নেত্রকোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন