বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

জীবিতদের আমরা তাঁদের জীবদ্দশায় কদর করি না।

ফকীহুল মিল্লাত মুফতী আবদুর রহমান (রহ.) আমাদের ছেড়ে চলে গেলেন মহান রফীকে আ’লার কাছে। তিনি তাঁর চিকন বুদ্ধির জন্যে বিখ্যাত ছিলেন। চিকন বুদ্ধিতেই তিনি দীনের অনেক খেদমত করেছেন। হাজার হাজার মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও ওলামায়ে কেরামের সেরতাজ ছিলেন। বুদ্ধির জোরেই বড় বড় শিল্পপতি এবং ব্যবসায়ীদেরকে তিনি অনেকটা কান ধরে উঠাতেন-বসাতেন তিনি। তাদের দিয়ে তিনি দীনের অনেক বড় বড় খেদমত আনজাম দিয়েছেন। আজকে তিনি নেই, তাঁর দ্বারা যা সম্ভব হতো তা কি আমাদের মতো নাখান্দা-নালায়েকদের দ্বারা সম্ভব? কিন্তু অনেকেই তো সমালোচনা করেছি, কদর তো করিনি। তাঁর মতো কি আরেকজন আছেন। বস্তুত যাাঁরা চলে যাচ্ছেন তাদের সে শূন্যতা পূরণ হওয়ার মতো নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন