গর্ভধারিণী মা পরপুরুষের সাথে এক সীটে বসা আর ছেলে স্ত্রী'কে নিয়ে আরেক সীটে....
.
গাড়িতে উঠলাম! অফিসে যাবো। সীট খুঁজতে গিয়ে দেখলাম ব্রু-প্লাগ করা (এটা আমার বদ অভ্যাস। কোন মেয়ে বা মহিলাকে সামনে দেখলেই চোখ চলে যায় ব্রু'তে। আর এতে নির্ধারণ করি ভালো আর খারাপের তফাতটা।) বোরকা-নেকাব পরিহিত এক মেয়ে আর বায়োবৃদ্ধ একজন মহিলা এক সীটে বসা। অনুভব করলাম তারা গল্প করতেছেন। পরে আমি সীটে পেয়ে বসে পড়লাম।
.
কিছুক্ষণ পর হ্যান্ডসাম একজন পুরুষ আসলেন। ঐ বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মা! আপনি এখানে বসুন। আমরা পিছনের সীটে আছি। তার মানে মা'য়ের পাশের সীটটা খালি হয়ে গেল!
.
পাশাপাশি বসা। নজর পড়লো আবার! দেখলাম, ভদ্র মেয়ে পিছনে আসতেই নেকাব উধাও। স্বামী-স্ত্রী হেলেদুলে গল্প-গুজবে ব্যস্ত। গাড়ি ছাড়বে এমতাবস্থায় এক লোক গাড়িতে উঠে মা'য়ের সীটে বসে পড়লো। যদিও লোকটা উনার ছেলের সমান, তবুও পরপুরুষ। আর পরপুরুষের সামনে বাহির হওয়া গুনাহ।
.
কী করবে নিরুপায় মা! ছেলেটা যদি আগে কন্ট্রাক্টরকে বলে রাখতো এই সীটে আর কাউকে বসতে দিবেন না, ভাড়াটা আমি দিবো। তাহলেই তো আপাতত সমস্যার সমাধান হয়ে যায়।
.
কী অমানুষ আজকালকার লোকগুলো!
.
নিজের স্ত্রী। সারাদিন-রাত পাশে থাকে। পাশে থাকবে এটাই নিয়ম। বিধাতার আইন। আর এই স্ত্রী'কে সামান্য সময়ের জন্য মা'র কাছে রেখে নিজে একা সীটে বসে যাওয়াটা, সাময়ীক আনন্দ পাওয়াটা একটা ছেলের জন্য কতটুকু সৌভাগ্যের, বলার অপেক্ষা রাখেনা।
.
এই যে মা একা আরেকটা লোকের পাশে বসে আছেন, আর পিছনে ছেলে স্ত্রী'কে নিয়ে তামাশা করতেছে! যদি মা' বুকের মধ্যে কষ্ট নিয়ে হা-হুতাশ করেন। দশ মাস দশ দিন গর্ভধারিণী মা'কে এভাবে অবহেলার পাত্র বানালে, মা যদি অজান্তেই ছেলের জন্য কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আর এই বুকের কষ্টটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, নির্দ্বিধায় বলতে পারি এই ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে পথে ঘুরবে।
.
মায়ের প্রতি যত্নবান হোন, আর উপহার নিন দুনিয়া-আখেরাতের কামিয়াবী। আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মা'য়ের প্রতি সর্বদা খেয়াল রাখার তাওফিক দান করেন। আমীন
.
গাড়িতে উঠলাম! অফিসে যাবো। সীট খুঁজতে গিয়ে দেখলাম ব্রু-প্লাগ করা (এটা আমার বদ অভ্যাস। কোন মেয়ে বা মহিলাকে সামনে দেখলেই চোখ চলে যায় ব্রু'তে। আর এতে নির্ধারণ করি ভালো আর খারাপের তফাতটা।) বোরকা-নেকাব পরিহিত এক মেয়ে আর বায়োবৃদ্ধ একজন মহিলা এক সীটে বসা। অনুভব করলাম তারা গল্প করতেছেন। পরে আমি সীটে পেয়ে বসে পড়লাম।
.
কিছুক্ষণ পর হ্যান্ডসাম একজন পুরুষ আসলেন। ঐ বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মা! আপনি এখানে বসুন। আমরা পিছনের সীটে আছি। তার মানে মা'য়ের পাশের সীটটা খালি হয়ে গেল!
.
পাশাপাশি বসা। নজর পড়লো আবার! দেখলাম, ভদ্র মেয়ে পিছনে আসতেই নেকাব উধাও। স্বামী-স্ত্রী হেলেদুলে গল্প-গুজবে ব্যস্ত। গাড়ি ছাড়বে এমতাবস্থায় এক লোক গাড়িতে উঠে মা'য়ের সীটে বসে পড়লো। যদিও লোকটা উনার ছেলের সমান, তবুও পরপুরুষ। আর পরপুরুষের সামনে বাহির হওয়া গুনাহ।
.
কী করবে নিরুপায় মা! ছেলেটা যদি আগে কন্ট্রাক্টরকে বলে রাখতো এই সীটে আর কাউকে বসতে দিবেন না, ভাড়াটা আমি দিবো। তাহলেই তো আপাতত সমস্যার সমাধান হয়ে যায়।
.
কী অমানুষ আজকালকার লোকগুলো!
.
নিজের স্ত্রী। সারাদিন-রাত পাশে থাকে। পাশে থাকবে এটাই নিয়ম। বিধাতার আইন। আর এই স্ত্রী'কে সামান্য সময়ের জন্য মা'র কাছে রেখে নিজে একা সীটে বসে যাওয়াটা, সাময়ীক আনন্দ পাওয়াটা একটা ছেলের জন্য কতটুকু সৌভাগ্যের, বলার অপেক্ষা রাখেনা।
.
এই যে মা একা আরেকটা লোকের পাশে বসে আছেন, আর পিছনে ছেলে স্ত্রী'কে নিয়ে তামাশা করতেছে! যদি মা' বুকের মধ্যে কষ্ট নিয়ে হা-হুতাশ করেন। দশ মাস দশ দিন গর্ভধারিণী মা'কে এভাবে অবহেলার পাত্র বানালে, মা যদি অজান্তেই ছেলের জন্য কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আর এই বুকের কষ্টটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, নির্দ্বিধায় বলতে পারি এই ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে পথে ঘুরবে।
.
মায়ের প্রতি যত্নবান হোন, আর উপহার নিন দুনিয়া-আখেরাতের কামিয়াবী। আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মা'য়ের প্রতি সর্বদা খেয়াল রাখার তাওফিক দান করেন। আমীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন