বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

প্রেমিকার হাসিতে বিলিন হয়ে কালেমা ''লা ইলাহা ইল্লালার ' আদর্শের উপর আঘাত আনার নাম "ভালবাসা ' নয়!

প্রেমিকার হাসিতে বিলিন হয়ে কালেমা ''লা ইলাহা ইল্লালার ' আদর্শের উপর আঘাত আনার নাম "ভালবাসা ' নয়!
আবার,
প্রেমিকের দেয়া মিথ্যা প্রতিশ্রুতি 'বিয়ে করবো,অনেক ভালবাসি'' এমন অভিনয়েও নারীর চারিএিক পবিএতা বিলিন করার নাম 'ভালবাসা ' হতে পারেনা।
তবে, ভালবাসা বলতে কিছু নেই এমন অযুক্তিক দাবি করছিনা বরং ভালবাসা অস্তিত্ব আছে বলেই গোলাপ গুলো আজো ফুটে আছে, বেলী - রজনী গন্ধা ফুল গুলো আজো গন্ধ বিলিয়ে যাচ্ছে।
কিন্তু, ভালবাসা নামের এই প্রশান্তি দেবার এবং নেবার পথটাও কালেমা ' লা ইলাহা ইল্লালাহ ' দেখিয়ে দিয়েছে বাস্তবিক পরিক্ষিত ভাবে !
প্রিয় পাঠক, এটা সেই পথ ; যে পথে আদম (আঃ) তার ভালবাসা সেয়ার করার জন্য আম্মিজান হাওয়া (আঃ) এর কাছে এসেছিলেন। রাসুলে কারিম (সঃ) একে একে ১১ জন ' স্ত্রীর "কাছে এসেছিলেন, সোয়া লক্ষ সাহাবি তাদের প্রিয়তমা স্ত্রীর কাছে এসেছিলেন।
কালেমা ' লা ইলাহা ইল্লাহার ' সেই আদর্শের পথে যে ভালবাসার ফুল ফোটে সেই ভালবাসার উপর 'আল্লাহ ' খুশি,, রাসুল খুশি ; সেই ভালবাসা সবার কাছে গ্রহনযোগ্য!সেই ভালবাসা নাজাতেরও উসীলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন