শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

হল্যান্ড ক্রুসেডাররা বিশ্বের বৃহত্তম মুসলিম ভূখণ্ড ইন্দোনেশিয়া আক্রমন


পঞ্চাশ দশকের দিকে হল্যান্ড ক্রুসেডাররা বিশ্বের বৃহত্তম মুসলিম ভূখণ্ড ইন্দোনেশিয়া আক্রমন করে ঔপনিবেশিকতা স্থাপন করেছিল। এমন কোন নির্যাতন নাই যা তারা ইন্দো জাতির উপর করেনি। ইন্দো মুসলিমরাও ইজ্জত-আব্রু আর নিজেদের দ্বীন রক্ষায় অস্ত্র ধরেছিল হল্যান্ড ক্রুসেডারদের বিরুদ্ধে। এভাবেই তারা বুঝিয়ে দিয়েছিল যে, ইসলাম কোনো লাঞ্চিত দ্বীন নয়; ইজ্জতের দ্বীন।

ইন্দো লড়াকুদের মাঝে আত্নসম্ভ্রবোধসম্পন্না নারীরাও ছিল! এঁদের একজন ছিলেন 'রাসূলা সাঈদ'। হল্যান্ড ক্রুসেডাররা ইন্দো মুজাহিদাহ 'রাসূলা সাঈদ' কে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। তখন উম্মাহর এই বীরাঙ্গনা ভীরু ইন্দো পুরুষ জাতকে সম্বোধন করে একটি কটাক্ষমূলক কথা বলেছিলেন, যা শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত উম্মাহর বুযদিল মুসলমানদের জন্য সবক হয়ে থাকবে। 

তিনি বলেছিলেন, 

"হে পুরুষ জাতি, তোমরা যদি নির্যাতন ও কয়েদখানাকে ভয় কর, তাহলে তোমরা নারী হয়ে যাও, যাতে আমরা নারীরা তোমরা পুরুষদের স্থলাভিষিক্ত হতে পারি"! 

('সুওয়ারুম মিনাশ শারক্ব ফী ইন্দোনেসিয়া' ১৫৫। শাইখ আলী তানতাভী রাহ.)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন