শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

আমীরুল মু'মিনীন হিশাম বিন আব্দুল মালিক রাহ.


আমীরুল মু'মিনীন হিশাম বিন আব্দুল মালিক রাহ. - হজ্জের মওসূমে কা'বা শরীফের অাভ্যন্তরে প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে সালিম বিন আব্দিল্লাহ বিন ওমর রাহ. কে দেখতে পেলেন। তখন সালিম বিন আবিল্লাহ'র গায়ে গাঢ় সুতার একটি চাদর (অর্থাৎ নিম্নমানের, যা তৎকালিন সময়ের দরিদ্র ব্যক্তিরা পরিধান করত) ছিল। হিশাম সালিম কে বললেন, 

- হে সালিম! আপনি আমার কাছে আপনার প্রয়োজন ব্যক্ত করুন।
সালিম বললেনঃ আমি আল্লাহর কাছে লজ্জাবোধ করছি যে, তাঁর ঘরের ভিতর তাঁকে ব্যতিত অন্য কারো কাছে চাইব! 
অতঃপর যখন সালিম কা'বা ঘর থেকে বেরিয়ে গেলেন, হিশাম তাঁর পিছু নিলেন এবং বললেন, 
- এখন তো কা'বা ঘর থেকে বেরিয়ে পড়েছেন, সুতরাং এখন আপনার প্রয়োজন বলতে পারেন!
সালিম বললেনঃ আমি আপনার কাছে কী চাইব, দুনিয়ার প্রয়োজন নাকি আখেরাতের প্রয়োজন? 
- দুনিয়ার প্রয়োজন! 
সালিম উত্তর দিলেনঃ আমি তো দুনিয়ার মালিকের কাছেও দুনিয়া চাইনি, তাহলে কেমনে ঐ ব্যক্তির কাছে দুনিয়া চাইতে পারি, যিনি দুনিয়ার মালিক হতে পারেননা?! 

(সিয়ারু আ'লামিন নুবালা, খন্ড ২৪, সালিম বিন আব্দিল্লাহর জীবনাংশ)। 
.
.
চিন্তা করুন, ওমর ইবনুল খাত্তাব রা. এর দৌহিত্র সালিম বিন আব্দিল্লাহ রাহ. এর ইয়াক্বিন, তাক্বওয়া, তাওয়াক্কুল আ'লাল্লাহ আর দুনিয়াবিমুখতা! সাথে দেখুন, হিশাম বিন আব্দুল মালিক রাহ. এর বিনয়, নম্রতা ও বড়জনকে সম্মান দেয়ার অভিপ্রায়ে অনঢ়তা, অথচ তিনি উমাইয়া খিলাফাহর একজন খলিফা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন