শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ব্রিটানিয়ান স্টারলিন মুদ্রার উপর স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি 'তারিক বিন যিয়াদ'র কল্পিত চিত্র, যাকে জিব্রালটার গভর্নমেন্ট ব্যবহার করে!


ব্রিটানিয়ান স্টারলিন মুদ্রার উপর স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি 'তারিক বিন যিয়াদ'র কল্পিত চিত্র, যাকে জিব্রালটার গভর্নমেন্ট ব্যবহার করে! 

শুধু কি তাই?

স্পেনের ৭৪১ এর চেয়েও বেশি সড়ক ও ভবন (শিক্ষা প্রতিষ্টান, যাদুঘর, মসজিদ, রেস্তোরা ও ব্যবসায়ী প্রতিষ্টান) -এর মাঝে লিখা রয়েছে তারিক বিন যিয়াদের নাম! এমনকি কয়েকশ' স্পেনীশ খৃষ্টান নিজেদের নাম রেখেছে তারিক বিন যিয়াদ!

যদি তারিক বিন যিয়াদ কোনো ঔপনিবেশক দলের সেনাপতি হতেন, যারা স্পেনকে দখল করে নিয়ে স্পেনীশ জাতিকে তাদের ভূখন্ড থেকে বিতাড়িত করেছে, তাহলে কি স্পেনীশ খৃষ্টানরা এভাবে তারিক বিন যিয়াদকে শ্রদ্ধাভরে স্মরণ করত, এবং এতসব সড়ক ও ভবনে তাঁর নাম লিখে রাখত চির স্মরণীয় করে রাখতে, এমনিক নিজেদের নাম পর্যন্ত রাখত তাঁর নামে?! 

গোটা পৃথিবীতে এমন কোনো জাতি মেলা ভার, যারা তাদের উপর আক্রমণকারী যোদ্ধা ও তাদের ভূখন্ডকে দখলকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করে, তাদের মাটিতে ঔপনিবেশিকদের সম্মান করে। কিন্তু স্পেনীশরা ঠিক তা- ই করেছে তারিক বিন যিয়াদের সাথে! 

ইহা এজন্য যে, স্পেনীশরা তারিক বিন যিয়াদকে একজন ঔপনিবেশক মনে করেনা; একজন মহান সেনাপতিই মনে করে, যিনি স্পেনের মাটিতে 'সভ্যতা'র বীজ বপন করেছেন!

সূত্র: (টুইটারের আরব সেলিব্রেটি মুনাওয়ির সুলাইমান এর মাধ্যমে 'আকাযীবু ই'লামিল আরাবী' হতে সংগ্রহকৃত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন