বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

তাবলীগের চলমান সংকট নিরসনে আজ সকালে যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় কাকরাইলের শূরা ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।


আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ 
.
তাবলীগের চলমান সংকট নিরসনে আজ সকালে যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় কাকরাইলের শূরা ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
.
উক্ত মজলিসে সর্বসম্মতিক্রমে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ও বিভিন্ন কাজে পরামর্শ দানের উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় পাঁচজন আলেমের একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কাকরাইলের বিভিন্ন বিষয়ে জরুরী পৃষ্ঠপোষকতা করবেন।
যখনই কাকরাইলের মুরুব্বীগনের প্রয়োজন অনুভব হবে, অথবা উলামায়ে কেরাম প্রয়োজন মনে করবেন, তখন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় সমূহ এই উলামা কমিটির সামনে পেশ করবেন এবং তাদের ফয়সালা মেনে নিবেন।
.
মনোনীত ৫ জন আলেম হলেন:

১. আল্লামা আশরাফ আলী দাঃবাঃ
মুহতামিম, জামিয়া শরইয়্যাহ মালিবাগ ও সিনিয়র সহসভাপতি, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক।
.
২. আল্লামা মাহমুদুল হাসান দাঃবাঃ।
মুহতামিম, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা।
.
৩. আল্লামা আব্দুল কুদ্দুস দাঃবাঃ
মুহতামিম ও শাইখুল হাদীস, ফরিদাবাদ মাদ্রাসা।
.
৪. আল্লামা ফরীদ উদ্দীন মাসুদ দাঃবাঃ
খতিব, শোলাকিয়া ঈদগাহ ময়দান।
.
৫. মুফতি আব্দুল মালেক দাঃবাঃ
মারকাজুদ দাওয়া মিরপুর।
.
.
আল্লাহ তা'আলা এই সিদ্ধান্তের উপর আমাদেরকে কায়েম ও দায়েম রাখুক এবং উলামায়ে কেরামের সাথে দাওয়াত তাবলীগ সহ দ্বীনের প্রতিটি শো'বার বন্ধনকে আরো মজবুত করুক, চির অটুট রাখুক। আমিন ইয়া আরহামার রাহিমীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন