শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

কুকুরের ১০ টি উত্তম স্বভাব হলো-

ইমরান হসাইন আদিব

কুকুরের ন্যয় প্রভু ভক্ত খুব কম প্রানী আছে। এমন অনেক নজির আছে ওরা মনিবের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। এক দিন খাবার দিলে পরের দিন লেজ নাড়তে নাড়তে সেই বাড়ির সামনে হাজির হয়।রাতে বাড়ি পাহারা দিতে শুরু করে। কুকুরের এমন ১০ টি গুন আছে যা মানুষের মাঝে থাকলে সে আল্লাহ তায়ালার নিকট প্রিয় হয়ে যাবে। 

কুকুরের ১০ টি উত্তম স্বভাব হলো-

১) কুকুর ভুখা থাকে (এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট)
২) কুকুরের নির্দিষ্ট বাড়িঘর থাকে না ( যা স্রষ্টার প্রতি নির্ভরশীলতার নিদর্শন)
৩) কুকুর রাতে কম ঘুমায়, জেগে থেকে মালিকের বাড়ি পাহারা দেয় (এটা শেষ রাতে আল্লাহর কাছে কান্না-কাটির       ট্রেনিং হতে পারে)
৪) মৃত্যুর সময় সে কোনো সম্পদ রেখে যায় না( যা আল্লাহর উপর আস্থাশীলদের অভ্যেস)
৫) কুকুর কখনো তার মালিকের সাথে বেইমানী করে না ( যা আল্লাহর নেক বান্দাদের গুণ)
৬) কুকুর অল্প জায়গাতেই সন্তুষ্ট থাকে ( যা ধৈর্যশীলতার আলামত)
৭) কুকুরকে তাড়িয়ে দিলে সাথে সাথে জায়গা খালি করে দেয় ( যা সর্বাবস্থায় আনুগত্যের নিদর্শন)
৮) কুকুরকে মেরে তাড়ানোর পর পূণরায় ডাকলে অভিমান না করে সাথে সাথেই ফিরে আসে( যা সর্বাবস্থায় নির্দেশ পালনের লক্ষণ )
৯) মালিক খেতে বসলে সে দূরে বসে থাকে ( যা সবরকারীদের গুণ)
১০) আর সে যদি কোনো বাড়ি থেকে চলে যায় তাহলে তখন আর পেছন ফিরে তাকায় না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন