শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

ওসমানী খিলাফতকালে প্রতিটি ঘরের দরোজায় দু'টি কড়া থাকতো।


ওসমানী খিলাফতকালে প্রতিটি ঘরের দরোজায় দু'টি কড়া থাকতো। একটি ছোট, আরেকটি বড়। যখন ছোট কড়াটি নাড়ানো হতো, বুঝা যেতো যে, আগন্তুক একজন মহিলা। তখন গৃহকর্ত্রী এসে দরোজা খুলে দিতো। আর যখন বড় কড়াটি নাড়ানো হতো, বুঝা যেতো যে, আগন্তুক একজন পুরুষ। তখন গৃহকর্তা এসে দরোজা খুলে দিতো।
.
.
যখন কোনো ঘরে কেউ অসুস্থ হতো, তখন ঘরের দরোজার উপর লাল গোলাপের তোড়া রেখে দেয়া হতো। যাতে করে দরোজার সামন দিয়ে অতিকক্রমকারী গাড়ি, পণ্যবিক্রেতা ও চলাচলকারী ব্যক্তি বুঝতে পারে যে, ঘরে কেউ অসুস্থ আছে, তাই জোরে কোনো শব্দ না করে।
.
.
খিলাফত হারিয়ে কেমন অভিশপ্ত জীবনের ভাগীদার হলাম আমরা! কোন সে ফিরদাউস হারালাম! মানবতাবোধের কোন সে স্বর্ণকাল বিদায় নিলো আমাদের থেকে! কতইনা সুখের ছিলো সে যুগ! কতইনা শান্তির! কত সভ্য! সুন্দর! কত পবিত্র! আহ!!! বদনসিব এই উম্মাহর!!! 
.
.
.
সূত্র- আরবের জনপ্রিয় ফেইসবুক পেইজ (قصص و عبر) হতে অনূদিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন