শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

গ্রিক জ্যোতির্বিদ হিপারচুস


ত্রিকোণমিতির জন্ম প্রাচীন মিসরে হলেও এর উদ্ভাবক কিন্তু একজন গ্রিক। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে গ্রিক জ্যোতির্বিদ হিপারচুস গ্রহ-নক্ষত্র বিচার করতে গিয়ে এই বিদ্যার চর্চা শুরু করেন। তিনি কাজ করতেন আলেকজান্দ্রিয়ার একটি জাদুঘরে। তবে আমরা বর্তমান যুগে ‘সাইন’, ‘কস’, ‘থেটা’, ‘কোসাইন’, ‘কোসেক’ ইত্যাদি দিয়ে যে ত্রিকোণমিতি করে থাকি, তার উদ্ভাবক কিন্তু মুসলিম গণিতবিদেরা। নবম খ্রিষ্টাব্দে আবু আবদুল্লাহ আল-বাতানি, হাবাস আল-হাসিব ও আবুল ওয়াফা আল-বুজানি নামের তিন গণিতবিদের যৌথ উদ্যোগের ফসল আজকের ত্রিকোণমিতি। তাঁরা কিন্তু গ্রিক জ্যোতির্বিদ হিপারচুসের মূল ধারণার ওপর ভিত্তি করেই এ বিষয়টিকে আরও আধুনিক করে গড়ে তুলেছিলেন।

আবু আল ওয়াফা আল বুজানি একজন পার্সিয়ান গনিতিবিদ,জ্যোতির্বিদ যিনি বাগদাদে বসবাস করতেন।তাকে গোলকীয় ত্রিকোণমিতির প্রবর্তক বলা হয়।অনেকের মতে তিনি ত্রিকোণমিতিক অপেক্ষককেরও (Trigonometric function) প্রবর্তক।গতকাল ছিল তার জন্মদিন।জন্মদিনে এই মহান মুসলিম মনীষীর স্মরণে গুগল ডুগল তৈরি করে শ্রদ্ধা জানিয়ে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন