রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

উসমানী খিলাফতকে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক ধরা হতো


আপনারা হয়তো জানেন,তৎকালীন উসমানী খিলাফতকে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক ধরা হতো।যদিও উসমানী খিলাফত তার শেষের সময়ে দুর্বল হয়ে যাওয়ায় ভারতবর্ষের উপর তার কোন নিয়ন্ত্রণ ছিলো না, কিন্তু ভারতীয় মুসলিমরা(ইন্ডিয়া,পাকিস্তান,বাংলাদেশ) সবসময় উসমানী খলিফাকে তাদের ইমাম অর্থাৎ নেতা মনে করতো।এই উপমহাদেশের বিখ্যাত আলী ভ্রাতৃদ্বয়ের শুরু করা খিলাফত আন্দোলনের কথা হয়তো আপনারা অনেকেই জানেন।ছবিতে আমাদের উপমহাদেশের মুসলিমদের ১৯১৩ সালের বলকান যুদ্ধে উসমানীদের কঠিন পরিস্থিতির কথা বর্ণনা করে তাদের জন্য অর্থ সংগ্রহ করতে দেখা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন