সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

সমূদ্রের মধ্যে যাদেরকে ভাসতে দেখতে পাচ্ছেন


সমূদ্রের মধ্যে যাদেরকে ভাসতে দেখতে পাচ্ছেন তারা সিরিয়ান অসহায় বাবা । এর কারন ইজরাইলের সৈন্যরা যে শিশুদের কেই বেসি হত্যা করছে । তাই ইজরাইলের সৈন্যদের হাত থেকে কলিজার টুকরা শিশুকে প্রানে বাঁচাতে সিরিয়া থেকে ১০ কিঃমিঃ সমূদ্র পথে আদরের সন্তানটিকে নিয়ে এভাবেই পারি দিয়ে গ্রীস উপকুলে পৌছানোর জন্য প্রানান্তর চেষ্টা করছে অসহায় বাবা । কারন কোন বাবা, মা কি পারবে, চোখের সামনে তার আদরের কলিজার টুকরা শিশুটিকে হত্যা করার নির্মম দৃশ্য দেখতে ?? আর সমূদ্রের এই দৃশ্য দেখেই বা কোন ভাই, বোন, বাবা, মা কি পারবে তাদের চোখের অশ্রু ধরে রাখতে ? দৃশ্যটি দেখে হয়তো অনেকেই অশ্রু ধরে রাখতে পারবেন না । চিত্‍কার করে কাঁন্না করতে ইচ্ছে করছে...এমনকি কাঁদছেও গোটা বিশ্ব ।।।
এসব দৃশ্য বিশ্ব বিবেক কে প্রশ্ন করে, সত্যিই কি মানুষ্যত্ব বলে কিছু আছে ? 
বিশ্বে হ্মমতাশীল মোরলরা আপনাদের স্বার্থের খেলা এবার থামান । আমরা সমূদ্রে ভেসে থাকা অসহায় বাবার ও শিশুর প্রান বাঁচানোর প্রানান্ত কষ্টের দৃশ্য ও দানবিক কর্পোরেট বিশ্বায়ন আর দেখতে চাই না । আমার চাই সবার নিরাপদ বাসযোগ্য একটি মানবিক বিশ্বায়ন । 
.
হে আল্লাহ তুমি এদেরকে রহ্মা কর- 
_____আমীন.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন