রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

সুলাইমান আল কানুনি


তার সম্পর্কে ইওরোপীয়রা বিকৃত তথ্য দেয় যে, তিনি ভোগ-বিলাসে মগ্ন থাকতেন। তার বিকৃত ছবিও প্রকাশ করা হয়ে থাকে।
অথচ তার পুরো জীবনই ছিলো জিহাদও ও ইলমের জন্য উৎসর্গিত।
প্রখ্যাত জার্মান ঐতিহাসিক হ্যালমার বলেন:
এই সুলতান (সুলাইমান) আমাদের জন্য সালাউদ্দীনের চেয়েও বেশি ভয়ংকর।

তার শাসনামলে হল্যান্ডবাসীরা স্পেনীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। সুলতানের কাছে সাহায্য চেয়ে প্রতিনিধিদল পাঠাল।
সুলতান বললেন, সৈন্য পাঠাতে হবে না। আমি জানেসারীন বাহিনীর চল্লিশ সেট সামরিক উর্দি পাঠিয়ে দিচ্ছি।
তোমরা যুদ্ধের সময় চল্লিশ সৈন্যকে এই পোষাক পরিয়ে রাখবে, তাহলেই কাজ হবে।

বাস্তবে হলোও তাই। স্পেনীয়রা যখন যুদ্ধের ময়দানে জানেসারীন বাহিনীর উর্দি দেখলো, যুদ্ধের ময়দান ছেড়ে পালালো। এরপর আর ত্রিশ বছর পর্যন্ত নতুন কোনও হামলার সাহস করে নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন