রবিবার, ২৮ জুন, ২০১৫

বিষমুক্ত খাদ্য আন্দোলন

ইন্নালিল্লাহ, আমাদের এই সংবাদও শুনতে হল। মানুষের অসভ্যতা কত উচ্চ পর্যায়ে পৌছেছে! মানুষরুপি এই পশুগুলোর যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যদণ্ড দেয়া দরকার। এতে যদি কিছু পশু সংশোধন হয়।
আব একটা বিষয় লক্ষ করেছি যে, নিম্নমানের খাবার ফ্যাক্টরি সিলগালা করা হয় এবং তাদের পন্য জব্দ করা হয়। কিন্তু নামিদামি কোম্পানিকে নামে মাত্র জরিমানা কনা হয়। ভেজাল বিরোধি অভিযানেও যদি এমন ভেজাল করা হয়, তাহলে সেই ভেজাল রোধ করবে কে??
>> ইফাতারিতে শুকরের মাংস খাওয়াচ্ছে গুলশানের একটি হোটেলে ও ভেজালের তাজা খবর
অলিভ গার্ডেন, গুলশান ৩৫ নাম্বার রোডের একটি চাইনিজ রেস্টুরেন্ট। রমজান মাস উপলক্ষে এখানে তৈরি হয় বাহারি রকমের ইফতারি। শুক্রবার রাজধানীর গুলশানে পুলিশের ভেজাল বিরোধি অভিযানে দেখা গেছে সেখানে খাবার তৈরি করা হচ্ছে অসাস্থকর ও নোংরা পরিবেশে ৷ মোহাম্মদ মশিউর রহমান (নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন) বলেন, চিন্তা করলাম দেখি তারা কি ইফতার তৈরি করছে? কিচেনে যেয়ে দেখলাম, ইফতার সামগ্রীর সাথে শুকরের মাংশ রাখা৷ বিফ, চিকেন ও মাটনের সাথে শুকরের মাংশ রাখা৷ আমি তাদের দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছি৷
পচা মাছ, মাংশ আর মেয়াদউত্তীর্ন খাবার দেখা গেছে রাজধানীর নামিদামি চেইন সুপার শপ ‌‌‍-স্বপ্ন, মিষ্টি তৈরি প্রতিষ্ঠান -প্রিমিয়াম সুইটস ও ফাস্টফুড প্রতিষ্ঠান -বিএফসি ইত্যাদি প্রতিষ্ঠানে৷ বিভিন্ন অংকের জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়৷
রাজধানীর কামরাঙ্গির চর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত৷ এ সময় দুটি কারখানা সিলগালা ও জরিমানা করা হয়৷ মো. সারওয়ার আলম (নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর) বলেন, পাচটি সেমাই কারখানায় আমরা অভিযান চালাই, দুটি সিলগালা করা হয়, তিনটিতে জরিমানা করা হয়৷
সূত্র: দেশ টিভি. ২৬, ৬, ২০১৫
https://www.youtube.com/watch?v=4sk5szH3ct8
>> বিষমুক্ত খাদ্য আন্দোলন <

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন