_________________________________________________________________________________
সৌন্দর্য চেতনায় সালমান খান, আমির খান নয় একজন মুসলিম হিসেবে রাসূলুল্লাহ (সাঃ) এর চেয়ে প্রিয় আর কে হতে পারে?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চালচলন, কথাবার্তা ও প্রাত্যহিক জীবন যাপন সব মানুষের জন্যই অনুকরণীয় আদর্শ ছিল। আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন। রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন অত্যন্ত সুরুচিশীল। স্বল্প সময়ের জন্য কোথাও গেলে তাঁর সঙ্গে থাকত চারটি জিনিস জায়নামায, মিসওয়াক, চিরুনী এবং আতর। চারটির মধ্যে তিনটি সৌন্দর্য চেতনার ও পরিচ্ছন্নতার পরিচায়ক। তদানীন্তন আরবে যে সব কাফের, ইহুদী, খৃষ্টান তাঁর দ্বীন গ্রহণ করেনি, তারাও আচার-ব্যবহার পোশাক-পরিচ্ছদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উন্নত রুচিশীল জীবন পদ্ধতি জাতি ধর্ম নির্বিশেষে সবারই অনুকরণীয়।
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন