"যদি কারোও মধ্যে আল্লাহ তা'আলার সিফতের অনুরূপ কোন বৈশিষ্ট্য থাকে, তাহলে উক্ত চারিত্রিক বৈশিষ্ট্য তাকে আল্লাহ'র দিকে ধাবিত করে এবং আল্লাহ'র নৈকট্যে নিয়ে আসে এবং তাকে আল্লাহ'র কাছে প্রিয় করে তোলে।
আল্লাহ তা'আলা ক্ষমাশীল তাই তিনি ক্ষমাকারী ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ তা'আলা দয়ালু, তাই উনি দয়াশীলদের ভালোবাসেন। আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত, তাই তিনি জ্ঞানবানদের ভালোবাসেন। আল্লাহ সর্বশক্তিমান, তাই তিনি দৃঢ় বিশ্বাসীদের ভালোবাসেন। আল্লাহ'র কাছে দুর্বল ঈমানদার অপেক্ষা দৃঢ় ঈমানদার বান্দা অধিক প্রিয়।
আল্লাহ তা'আলা লজ্জাশীল, তাই তিনি লজ্জাশীল বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তা'আলা সুন্দর, তাই তিনি সৌন্দর্যপূর্ণ বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তা'আলা এক (উইতর), তাই তিনি উইতর নামায [বাংলায় বিতর বলে] আদায়কারী বান্দাকে ভালোবাসেন"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন