বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

ইরাক ছিল রাজাশাসিত দেশ Atik Ullah Atik


ইরাক ছিল রাজাশাসিত দেশ। রাজার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হয় ১৯৫৮ সালে। রাষ্ট্রপ্রধান হন সামরিক অফিসার আবদুল করীম কাসেম ১৯১৪-১৯৬৩। তার শাসনকাল ছিল ১৯৫৮ থেকে ১৯৬৩ পর্যন্ত। ১৯৬৩ সালে বার্থ পার্টির পাল্টা অভ্যুত্থানে আবদুল করীম কাসেম ক্ষমতাচ্যুত হন। না তখনো সাদ্দাম বার্থ পার্টির কর্তৃত্বে আসেননি। 
.
আবদুল করীম কমুনিস্ট ছিলেন। রাষ্ট্রকেও সেভাবে পরিচালনা করতে চেয়েছেন। ব্যক্তিজীবনে হয়তো ধর্মকর্ম পালন করতেন। তার শাসনকাল ছিল চার বছর ছয় মাস। গণমুখী শাসক ছিলেন। ইরাকের প্রথম রাষ্ট্রপ্রধান। অল্পদিনের শাসন হলেও বেশ কিছু জনহিতকর কাজ করেছিলেন:
১: ২৫ টা হাসপাতাল ও ১৬০টা ছোট ক্লিনিক প্রতিষ্ঠা করেছিলেন। 
২: ২২ টা পুল। ১০ টা আবাসিক কলোনি গড়ে তুলেছিলেন। 
৩: ২৩৩৪ টা স্কুল ৪৪ টা কারখানা স্থাপন করেছিলেন। 
৪: বাগদাদ বিমানবন্দরসহ আরও বহুকিছু প্রতিষ্ঠা করেছিলেন। 
.
উনি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি পেয়েছেন। তাকেও বার্থ পার্টির লোকেরা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড দিয়েছে। সেদিন ছিল ১৪-ই রামাদান। রোযা রেখেছিলেন। ইফতারির জন্যে পানি চেয়েছিলেন। দেয়া হয়নি। রোযা অবস্থায়ই মারা যান। 
১৮/০৩/১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন