ইসলামকে রাষ্ট্রধর্ম করার বিরুদ্ধে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।ফলে রাষ্ট্রধর্ম ইসলাম বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ সোমবার দুপুরে শুনানি শেষে এ রায় দেয়।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
আদেশে বলা হয় আবেদনকারীদের আবেদনের অধিকার (লোকাস স্টান্ডি) নাই।
রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে লড়েছেন- ১৷ ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার
২৷ ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিঞা
৩৷ ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন
৪৷ ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ
৫৷ এডভোকেট আবেদ রেজা ৷
রিট আবেদনকারীদের পক্ষে ছিলো আইনজীবী জগলুল হায়দার আফ্রিক ও সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রাষ্ট্রধর্ম বহাল রাখা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ এ রায় এলো।
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য হওয়ার পর থেকে আবারো সংগঠিত হচ্ছিল হেফাজতে ইসলামসহ ইসলামী দল ও সংগঠনগুলো।
এরই মধ্যে তারা একাধিক কর্মসূচিও দিয়েছে।একই ইস্যুতে জামায়াতে ইসলামীর ডাকে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছিল। রায় দেয়ার পরে তারা আবার হরতাল প্রত্যাহার করার ঘোষণা দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন