বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

তিকরীতের অামীর নাজমুদ্দীন


তিকরীতের অামীর নাজমুদ্দীন অাইয়ুব অনেক বয়স পর্যন্ত বিবাহ করেননি৷ তার ভাই অাসাদুদ্দিন প্রশ্ন করল:
-কেন বিবাহ করছ না
- উপযুক্ত কাউকে পাচ্ছিনা৷
-সালজুকের বাদশাহর মুহাম্মাদ বিন মালিক অথবা তার প্রধান উজিরের মেয়ের জন্য প্রস্তাব দিব কী?
-দরকার নেই৷
-তাহলে কাকে চাও?
- একজন সৎ মেয়ে চাই৷ যে ছেলেকে ভাল ভাবে বড় করে তুলবে৷ একদিন সে ছেলে অশ্বারোহী হবে৷ এবং অামাদের হারানো বাইতুল মুক্কাদ্দাস ফিরিয়ে অানবে৷
নাজমুদ্দীনের ভাই অাসাদুদ্দিন কথাটা ফেলে দিয়ে বলল, এমন মেয়ে তুমি কোথায় পাবে?
- কেউ একনিষ্ঠভাবে নিয়ত করলে অাল্লাহ ব্যাবস্থা করে দেন৷
নাজমুদ্দীন মাঝে মাঝে তীকরিতের স্থানীয় শায়খের কাছে মসজিদে কথা বার্তা বলতে যেতেন৷ একদিন কথা চলাকালে এক মেয়ে এল৷ নাজমুদ্দীনের কাছে অনুমতি নিয়ে তিনি কথা বলতে উঠে গেলেন৷ উভয়ের কথা শুনা যাচ্ছিল নাজমুদ্দীনের বসা জায়গা থেকে৷
- তুমি কেন ছেলটার প্রস্তাব ফিরিয়ে দিলে৷
- ছেলেটা ভল৷ দেখতেও বেশ৷ কিন্তু অামার দরকার নেই৷
- তাহলে কেমন ছেলে চাও?
- এমন একজন যে অামাকে জান্নাতে নিয়ে যাবে৷ একটা ছেলে হবে ৷যে হবে অশ্বারোহী৷ যে অামাদের হারানো বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে অানবে৷
নাজমুদ্দিন মেয়েটার কথা শুনে চমকে গেলেন৷ এ মেয়ে তো তার মনের কথায় বলছে৷ তিনি উঠে বৃদ্ধের কাছে গিয়ে জানালেন, 
- অামি এ মেয়েকে বিবাহ করতে চাই৷
- এ তো গরীব৷ তার উপর গ্রামের মেয়ে৷
-……………………
নাজমুদ্দীন মেয়েটাকে বিবাহ করলেন৷ তার একটা সন্তান হল৷ একদিন ছেলেটা অশ্বারোহীও হল৷ এবং নাজমুদ্দীনের স্বপ্ন পুরা করল৷ মুসলমানদের বাইতুল মাকদিস উদ্ধার করল৷
ছেলেটার নাম সালাউদ্দিন অাইয়ুবী৷
মাসজিদুল অাকসা উদ্ধারকারী সালাউদ্দিন অাইয়ুবী৷
মহান কমান্ডার সালাউদ্দিন অাইয়ুবী৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন