ইসলাম ডেস্ক : ইসলাম গ্রহণ করেছেন সাবেক বিশ্বসুন্দরী মার্কেটা কোরিনকোভা। ইসলাম গ্রহণ করার পর তিনি আলোড়ন সৃষ্টি করেছেন ফ্যান ভূবনে। কোরিনকোভা ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন মরিয়ম। ব্রিটেনের আরবি ভাষার দৈনিক আল কুদস আল আরাবির এক খবরে বলা হয়েছে চোকোস্লাভিয়ার এই সাবেক বিশ্বসুন্দরীর ইসলাম গ্রহণের কথা।
ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী থেকে ইসলাম গ্রহণ করা কোরিনকোভা পাল্টে গেছেন এরই মধ্যে। ইসলামি হুকুম আহকাম মেনে চলছেন তিনি।
ওই পত্রিকায় বলা হয়, তিনি এখন আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পুরনো পেশায় পরিবর্তন আনছেন তিনি।
২০১২ সালে বিশ্বসুন্দরী হওয়া এই অভিনেত্রী ৩ বছর ধরেই ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল ছিলেন। পবিত্র কোরআন ও হাদিস পড়েই ইসলাম গ্রহণের জন্য সিদ্ধান্ত নেন তিনি।
পরে খ্রিষ্টধর্ম ত্যাগ করে দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য ইসলাম গ্রহণ করেন বিশ্বসুন্দরী মার্কেটা কোরিনকোভা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন