মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

সকাল পর্যন্ত ঘুমানো মুমিনের কাজ নয়


আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতের পথে জীবন পরিচালনা করতে চায় তারা কখনো পুরো রাত ঘুমিয়ে কাটায় না। তারা রাতের কিয়দশ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে মনিবের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে।বিনয়ী হয়ে আল্লাহর দরবারে পার্থনা করে।এদিকে ইঙ্গিত করে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় হাবীব কে লক্ষ করে ইরশাদ করেন- " হে বস্ত্রাবৃত ব্যক্তি! রাত্রিতে দন্ডায়মান হোক কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্র অথবা তদাপেক্ষা কিছু কম।অথ...বা তার চেয়ে বেশি পরিমাণ। এবং কুরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্ট ভাবে।
সূরা মুযযাম্মিল:১-৪

অত্র আয়াতে আল্লাহ তায়ালা স্বয়ং তাঁর রাসূলকে সারা রাত্র নামাজ আদায়ের নির্দশ প্রদান করেছেন কিছু অংশ বাদ দিয়ে। অত:পর এর ব্যাখ্যা করে বলা হয়েছে এখন আপনি অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথব্ কিছু বেশি নামাযে মশগুল থাকুন।
সুতরাং রাসূল (সা) কে যদি রাত্রি জাগরনের নির্দেশ দেয়া হয়ে থাকে তাহলে যে ব্যাক্তি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চায়,তাঁর কুদরতি হস্তে তৈরী জান্নাতু্ল ফিরদাউসের বাসিন্দা হতে চায় সে কখনো সকাল পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে পারে না।নিজের স্বার্থেই বিছানা থেকে পিঠ আলাদা করে রবকে পাওয়ার প্রত্যাশায় ইবাদতে মশগুল হয়ে যাবে।
এতদসত্ত্বেও কোন ব্যক্তি যদি একটানা সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে তাকে হাদীসে শয়তানের একনিষ্ঠ কর্মী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং চরম অশালীন শব্দ তার ব্যাপারে প্রয়োগ করা হয়েছে। যেমন : ইরশাদ হচ্ছে-

" ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন,নবী করীম (সা) নিকট এমন ব্যাক্তির কথা উল্লেখ করা হলো যে ব্যাক্তি ভোর পর্যন্ত পুরো রাত ঘুমে কাটিয়ে দেয়। তখন রাসূল (সা) বললেন, এ লোকটি তো এমন লোক, শয়তান যার উভয় কানে প্রস্রাব করে দিয়েছে।
বুখারী: ১ম খন্ড,১৫৩ পৃ.


" জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিব, তিনি বলেন,আমি রাসূল (সা) কে বলতে শুনেছি, নিশ্চই রাতের মধ্য এমন একটি মুহুর্ত আছে, যে মুহুর্তে কোন মুসলিম ব্যাক্তি দুনিয়া ও আখিরাতের কল্যান বিষয়ে আল্লাহর নিকট যা প্রত্যাশা করবে তাই তিনি প্রদান করবেন।আর এটা প্রত্যেক রাতেই সংঘটিত হয়।
মুসলিম: ১ম খন্ড,২৫৮ পৃ.

►►►জীবনীসমগ্র◄ ◄ ◄

►কুরআনে বর্ণিত ২৫ জন নবীর জীবন নিয়ে নবীদের কাহিনীঃ- ১,২
►আর রাহীকুল মাখতুমঃ- 
►আর-রাহীকুল মাখতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধাঃ-
►সীরাতুন নবী (সা):- ১,২,৩ 
►সীরাতুল মুস্তফা (সা.) ১মঃ- 
►নবীয়ে রহমতঃ- 
►তোমাকে ভালবাসি হে নবীঃ- 
►সবুজ গম্বুজের ছায়াঃ-
►আদর্শ মানবঃ- 
►নবীর জীবনীঃ-
►গল্পে আঁকা সীরাত হে মুহাম্মদ! (সা.):- 
►খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা)-এর জীবনী:- 
►যায়নাব বিনতে খুজায়মা (রা)-এর জীবনীঃ- 
►প্রিয় নবীর কন্যাগণঃ- 
►ইসলামের প্রথম শহীদ সুমাইয়া (রা):- 
►খোলাফায়ে রাশেদীন চার খলিফার জীবনী:- 
►আলোর কাফেলাঃ-১,২,৩ 
►আসহাবে রাসুলের জীবনকথাঃ-১,২,৩,৪,৬
►মরণজয়ী সাহাবা (রা) ১ঃ- 
►সাহাবায়ে কেরামের গল্প:- 
►শহীদের মেহরাব উমার ইবনুল খাত্তাব (রা) এর জীবনীঃ- 
►হযরত আব্দূল্লাহ ইবনে আব্বাস (রা.),হযরত সাঈদ ইবনুল আস (রা):- 
►আবূ হুরায়রা (রা)-এর জীবনীঃ-
►আবদুল্লাহ ইবন উমার (রা)-এর জীবনী:- 
►হযরত মু’আবিয়া (রা.)-এর জীবন চরিতঃ- 
►আল্লাহর তলোয়ারঃ- http://www.mediafire.com/…/The+Sword+of+Allah+%28ALLAHOR+TA…#
►সালিম ইবন আবদিল্লাহ; রাসূল (সা)-এর সাহাবীঃ-
►কিসরার মুকুট:- 
►নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবনঃ- 
►মহিলা সাহাবী শিফা বিনতে আবদিল্লাহঃ- 
►আলোর মিছিলঃ- ১,২,৩,৪,৫,৬
►ওলীআল্লাহদের মাঃ- 
►চার ইমামের জীবনীঃ-http://www.mediafire.com/download/4zlwn79zd5jrgz4/4+Imam.pdf
►ইমাম আবু হানীফা (রহ)-এর জীবনীঃ- 
►ইমাম মালিক (রহ)-এর জীবনীঃ- 
►ইমাম শাফেয়ী (রহ)-এর জীবনীঃ- 
►ইমাম আহমাদ বিন হাম্বলের জীবনীঃ- 
►চার ইমামের জীবনীঃ- 
►ইমাম বুখারী (রহ)-এর জীবনীঃ- 
►ইমাম মুসলিম (রহ)-এর জীবনীঃ- 
►ইমাম গাজালী (রহ)-এর জীবনীঃ- 
►হায়াতে শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া (র.):- 
►শাহ ওয়ালী উল্লাহ ও তাঁর রাজনৈতিক চিন্তাধারা:- 
►মুসান্নিফগনের জীবনী:- ১,২
►ঈমান যখন জাগলোঃ- 
►মোল্লা মুহাম্মদ উমরঃ- 
►তুর্কী দরবেশ সাঈদ নূরসী (রহঃ):- 
►মুজাহিদের জীবন কথা:-১,২
►মরু সিংহঃ- 
►সংগ্রামী সাধকদের ইতিহাসঃ-৫
►মুসা আল খাওয়ারেজমীর জীবনীঃ- 
►ইমাম ইবনে তাইমিয়াহ (রহ)-এর জীবনীঃ- 
►মুসলিম বিজ্ঞানীদের নামঃ- 
►শায়খ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব এর জীবনীঃ- 
►মাওলানা আকরম খাঁঃ- 
►জাবির ইবন হাইয়্যানঃ- 
►আল-বিরুনীঃ- 
►ইবনে সীনাঃ- 
►মহাবীর খালেদ এর জীবন নিয়ে নাটকঃ- 


==================================================

আমাদের পূর্বপুরুষ নীল চাষীদের প্রতি বৃটিশের ভয়াবহ নির্যাতনের কাহিনী

এম আর আখতার মুকুল


ভারতীয় উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধের জের হিসেবে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের গোড়া পত্তন হলেও ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছরের মধ্যে এদেশে ইংরেজদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ হয়েছে। এখানে উল্লেখ্য যে, এই ১৯০ বছরের মধ্যে প্রথম ১০০ বছর পযন্ত উপ-মহাদেশের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এবং পরবর্তী ৯০ বছরকাল ইংরেজ সরকার দ্বারা সরাসরিভাবে পরিচালিত হয়েছে।
অত্যন্ত দু:খজনক হলেও এ কথা বলতে হয় যে, ১৭৬৪ সালের বকসার যুদ্ধ থেকে শুরু করে দেশীয় রাজন্যবর্গ ইংরেজ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে যে সব লড়াই করেছে তার ইতিহাস পাওয়া গেলেও ১৭৬৯-৭০ সালের মহামন্বন্তর –এর পর থেকে শ্রেণীগতভাবে যে সব রক্তাক্ত বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছে, সে সবের তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ ইতিহাস আজও পর্যন্ত রচিত হয়নি।
এসব বিদ্রোহের মধ্যে শুধুমাত্র অষ্টাদশ শতাব্দীর শেষ ভাবে অনুষ্ঠিত সন্ন্যাসী বিদ্রোহ (১৭৬৩-৭৮), মেদিনীপুরের বিদ্রোহ (১৭৬৩-৮৩), ত্রিপুরার সমশের গাজীর বিদ্রোহ (১৭৬৭-৬৮), স্বন্দীপের কৃষক বিদ্রোহ (১৭৬৯), কৃষক তন্তুবায়ের লড়াই (১৭৭০-৮০) এবং পার্বত্য চট্টগ্রামের চাকলা বিদ্রোহ(১৭৭৬-৮৭) ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই ঐতিহাসিক পটভূমিতে উপ-মহাদেশের, বিশেষ করে বাংলাদেশও নীল চাষ –এর সুত্রপাত হয়। মঁশিয়ে লুই বন্নো নামে জনৈক ফরাসি ব্যবসায়ী ১৭৭৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশে নীল চাষ আরম্ভ করেন এবং পরের বছর ১৭৭৮ খ্রিষ্টাব্দে ক্যারল ব্লুম নামে জনৈকি ইংরেজ এদেশে প্রথম নীল কুঠি স্থাপন করেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইংল্যান্ড-এ শিল্প বিপ্লবের জের হিসেবে দ্রুত বস্ত্রশিল্প গড়ে উঠলে নীলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে যে নীল প্রতি পাউন্ড চার আনায় ক্রয় করত, ইংল্যান্ড-এ তার বিক্রয় মূল্য ছিল পাঁচ থেকে সাত টাকার মতো এবং বাংলাদেশ থেকেই সমগ্র বিশ্বের নীলের চাহিদা মেটানো হতো।
প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর সাহেবরা স্থানীয় জমিদারদের সক্রিয় সহযোগিতায় তাদের প্রজাদের দিয়ে প্রজাদেরই জমিতে নীল চাষ করাতেন এবং সস্তায় ফসল ক্রয় করে নিজেদের ব্যবস্থাধীনে নীল রং নিষ্কাশন করাতেন। নীল রং নিষ্কাশন –এর এসব কেন্দ্রকেই ‘কুঠি’ বলা হতো। কিন্ত স্বল্পদিনের ব্যবধানে দেখা যায় যে, ইংরেজ কুঠিয়ালরা নিজেরাই জমিদারি ক্রয় করে কিংবা ইজারা গ্রহণ করে প্রজাদের জমিতে বাধ্যতামূলকভাবে নীল চাষের ব্যবস্থা করেছে। এখানেই তারা ক্ষান্ত হয়নি। অর্থ ও প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে এরা নিজেদের এলাকা ছাড়াও অন্যান্য জমিদার ও জোতদারদের অধীনস্থ প্রজাদের জোর করে দাদন বা অগ্রিম টাকা দিয়ে চুক্তিপত্রে দস্তখত করিয়ে নিতে শুরু করল। চুক্তিবদ্ধ চাষিকে কী পরিমান জমিতে নীল চাষ করতে হবে এবং উৎপন্ন ফসল কী মূল্যে কুঠিয়ালদের কাছে বিক্রি করতে হবে সবই চুক্তিপত্রে লেখা থাকত।
একবার চুক্তিপত্রে দস্তখত করলে চাষিকে আমৃত্যু নীল চাষ করতে হতো। শর্ত পূরণে ব্যর্থ হলে চাষিদের উপর নেমে আসত “হাবিয়া দোজখ” –এর অবর্ণনীয় অত্যাচার। প্রখ্যাত ঐতিহাসিক হারান চন্দ্র চাকলাদার তার ‘ফিফটি ইয়ার্স এগো’ (১৯০৫ জুলাই) নিবন্ধে উল্লেখ করেছেন,
“বাংলাদেশের ফৌজদারি আদালতের সমসাময়িক নথিপত্রই এই অকাট্য প্রমান বহন করে যে, নীল চাষ প্রবর্তনের দিনটি থেকে শুরু করে তা একেবারে না উঠে যাওয়া পযন্ত যে সমস্ত পন্থায় রায়তদের নীল চাষে বাধ্য করা হতো তার মধ্যে ছিল হত্যাকান্ড, বিচ্ছিন্নভাবে খুন, ব্যাপকভাবে খুন, দাঙ্গা, লুটতরাজ, বসতবাটি জ্বালানো এবং লোক অপহরন প্রভৃতি।”
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কোলকাতা থেকে প্রকাশিত ‘তত্ত্ববোধিনী’ (অক্ষয় কুমার দত্ত সম্পাদিত) এবং ‘হিন্দু পেট্রিয়ট’ (হরিশ চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত) পত্রিকা দুটোতে এসব অত্যাচারের ‘ছিটেফোটা কাহিনী’ প্রকাশিত হতো। এমনকি প্রখ্যাত সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ পুস্তকেও নীলকর সাহেবদের অত্যাচারের কিছু বিবরণ আছে। এসব অত্যাচারের বিরুদ্ধে ইংরেজ আদালতে কোনও ন্যায্য বিচারের ব্যবস্থা ছিল না। ইংরেজ বিচারকদের আদালতে ইংরেজ নীলকরদের বিরুদ্ধে প্রতিটি বিচারই প্রহসনে পরিনত হয়েছিল।
বাস্তব অবস্থাটা ছিল খুবই করুণ । সুবিচার তো হতোই না; বরং ইংরেজ নীলকরদের আক্রোশ আরও বেড়ে যেতো আর চাষিদের হতো সর্বনাশ।
১৭৭৮ থেকে চাষিদের প্রতিরোধ সংগ্রাম প্রাপ্ত তথ্যাদি থেকে দেখা যায় যে, বাংলাদেশের নীল চাষিদের কোন সময়েই ইংরেজ কুঠিয়ালদের এসব নৃশংস অত্যাচার নীরবে সহ্য করেনি। চাষিদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয় ১৭৭৮ খ্রিষ্টাব্দ থেকে এবং তা নীল চাষ উঠে যাওয়া পযন্ত অব্যাহত থাকে। ১৮৪৮ খ্রিষ্টাব্দের ‘ক্যালকাটা রিভিউ’ –এর সংখ্যায় এ সম্পর্কে জনৈক ইংরেজের লেখা এক চাঞ্চল্যকর প্রবন্ধ প্রকাশিত হয়। “প্ল্যান্টার্স: সাম হার্টি ইয়ার্স এগো” প্রবন্ধে তিনি লিখলেন, “অসংখ্য ভয়াবহ দাঙ্গা-হাঙ্গামার কথা আমরা জানি। মাত্র দৃষ্টান্ত হিসেবে আমরা উল্লেখ করতে পারি
যেখানে দুজন তিনজন এমনকি দুশ’জনও নিহত হয়েছে এবং আহতও হয়েছে সেই অনুপাতে। অসংখ্য খন্ডযুদ্ধে ‘ব্রজ’ ভাষাভাষী অবাঙ্গালী ভাড়াটে সৈন্যরা এমন দৃঢতার সঙ্গে যুদ্ধ করেছে যে, তা যে কোনও যুদ্ধে কোম্পানির সৈনিকদের পক্ষে গৌরবজনক হতো। বহু ক্ষেত্রে নীলকর সাহেব কৃষক লাঠিয়ালদের দ্বারা আক্রান্ত হয়ে তাদের তেজস্বী ঘোড়ার পিঠে চেপে অতি দক্ষতার সঙ্গে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে। অনেক ক্ষেত্রে কৃষকরা সশস্ত্র আক্রমনের দ্বারা নীলকুঠি ধূলিষ্যাৎ করে দিয়েছে, অনেক জায়গায় এক পক্ষ বাজার লুট করেছে, তার পরক্ষণেই অপর পক্ষ এসে তার প্রতিশোধ গ্রহণ করেছে।” (দেশাত্মবোধক ও ঐতিহাসিক বাংলা নাটক: ড. প্রভাত কুমার গোস্বামী)।
সমসাময়িককালের ঐতিহাসিক তথ্যাদি থেকে এ কথা নি:সন্দেহে প্রমাণিত হয়েছে যে, ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবকে (বিদ্রোহ) সাম্রাজ্যবাদী ইংরেজরা পৈশাচিক হত্যাকান্ড ও ভয়াবহ অত্যাচারের মাধ্যমে দমন করলেও সে সময় বাংলাদেশে নীল চাষিদের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত ছিল। ১৮৫৯-৬০ খ্রিষ্টাব্দে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সংগ্রাম ছড়িয়ে পড়ে এবং ক্রমশ তা ভয়াবহ রূপ ধারণ করে।বাংলার নীল চাষিদের এই বীরত্বপূর্ণ সংগ্রামে শাসকগোষ্টী দারুনভাবে আতঙ্কগ্রস্থ হয়ে উঠে। এ প্রসঙ্গে তদানীন্তন লে: গভর্ণর গ্রান্ট –এর বক্তব্য বিশেষ তাৎপযপূর্ণ। “শত সহস্র মানুষের বিক্ষোভের এই প্রকাশ, যা আমার বঙ্গদেশে প্রত্যক্ষ করছি, তাকে কেবল রং সংক্রান্ত অতি সাধারণ বাণিজ্যিক প্রশ্ন না ভেবে গভীরতর গুরুত্বপূর্ণ সমস্যা বলে যিনি ভাবতে পারছেন না, তিনি আমার মতে সময়ের ইঙ্গিত অনুধাবন করতে মারাত্মক ভুল করছেন। “……. আর সেই কৃষক অভ্যুত্থান ভারতের ইউরোপীয় ও অন্যান্য মূলধনের পক্ষে যে সাংঘাতিক ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে তা যে কোনও লোকের চিন্তার বাইরে।”
এ সময়ের ভয়াবহ অবস্থার বর্ণনাকালে ভারতের নয়া গভর্ণর জেনারেল লর্ড ক্যানিং নিজেই লিখেছেন, নীল চাষিদের বর্তমান বিদ্রোহ আমার মনে এমন উৎকন্ঠা জাগিয়েছিল যে, দিল্লীর ঘটনার (১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহী বিদ্রোহ) সময়েও আমার মনে ততটা উৎকন্ঠা জাগেনি। আমি সব সময়েই ভেবেছি যে, কোনও নির্বোধ নীলকর যদি ভয়ে বা রাগান্বিত হয়ে একটিও গুলি ছোড়ে তা হলে সেই মুহুর্তে দক্ষিণ বাংলার সব কুঠিতে আগুন জ্বলে উঠবে।” (বেঙ্গল আন্ডার লে. গভর্নরস : ই. বাকল্যান্ড ১ম খন্ড)।
অবস্থাদৃষ্টে দেখা যায় যে, ১৮৫৯ খ্রিষ্টাব্দে বাংলার নীল চাষিদের বিদ্রোহ রক্তাক্ত আকার ধারণ করে ব্যাপক বিস্তৃতি লাভ করে। এই কৃষক বিদ্রোহের দুটি স্তর ছিল। প্রথমদিকে অত্যাচারিত কৃষকরা ইংরেজ শাসক গোষ্টীর মানবিকতা এবং ন্যায়বোধের কাছে আকুল আবেদন জানিয়েছিল। এতে কোনও ফল না পাওয়ায় দ্বিতীয় স্তরে কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানিয়ে প্রতিরোধ সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করল। ইংরেজ কুঠিয়ালরা নিজস্ব গুন্ডাবাহিনী ছাড়াও পুলিশ ও সামরিক বাহিনীর সাহায্যে কৃষকদের নীল চাষে বাধ্য করার প্রচেষ্টা করার সঙ্গে সঙ্গেই কৃষকদের সশস্ত্র অভ্যুত্থান শুরু হয়।


সোমবার, ৩০ মে, ২০১৬

২৯ শে মে... গতকাল ছিল ইস্তাম্বুলের ৫৬২ তম বিজয় বার্ষিকী..


আজও তুরস্কের অনেক পিতামাতা তাদের আদরের সন্তানের নাম 'মুহাম্মাদ ফাতেহ' রেখে থাকেন।কেননা এ নামটি ইসলামী ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়।উসমানী খিলাফতের সপ্তম খলীফা সুলতান মুহাম্মাদ ফাতেহ (রহ) ছিলেন একজন মুজাহিদ সুলতান ,যাঁর মাধ্যমে নবী করিম (সাঃ) এর এর একটি ভবিষ্যতবাণী সত্য হয়েছে।হযরত বিশর বিন সুহাইম(রাঃ) থেকে সে ভবিষ্যত বাণীটি বর্ণিত হয়েছে- 
لتفتحن القسطنطنية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش 
"নিশ্চয়ই তোমরা কন্সট্যান্টিপোল বিজয় করবে।তার আমীর উত্তম আমীর হবে এবং সেই বাহিনী উৎকৃষ্টতম সেনাবাহিনী হবে।"(মুসনাদে আহমদ ৪/৩৩৫, হাদীস : ১৮৯৫৭; মুসতাদরাকে হাকেম ৫/৬০৩, হাদীস : ৮৩৪৯; মুজামে কাবীর, তাবারানী, হাদীস : ১২১৬)
মাত্র ২৪ বছর বয়সে তিনি বাইজেন্টাইন সম্রাজ্যের রাজধানী কন্সট্যান্টিপোল জয় করেন।
১৬ই মুহরম ৮৫৫ হিজরী মোতাবেক ১৮ ফেব্রুয়ারী ১৪৪৫ খৃস্টাব্দে সুলতান মুহাম্মাদ ফাতেহ (রহ) উসমানী খিলাফতের দ্বায়িত্ব গ্রহণ করেন।তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর,কিন্তু অসম সাহস,অতুলনীয় প্রজ্ঞা, নিপুণ রণকৌশল ও গভীর ঈমানী জযবায় অল্প সময়েই তিনি তাঁর পূর্বসূরীদের ছাড়িয়ে যান।
তিনি দীর্ঘ ৩০ বছর তিনি খিলাফত পরিচালনা করেন।তাঁর শাসনামলে যেমন ইসলামের বিজয়াভিজানে নতুন মাত্রা যুক্ত হয়েছিল তেমনি সকল শ্রেণীর ও ধর্মের মানুষ ন্যায়বিচার, জান-মালের নিরাপত্তা এবং ধর্মীয় ও মানবিক অধিকার লাভ করেছিল।প্রকৃতপক্ষে এটা ছিল ইসলামী শাসনব্যবস্থার সুফল। 
সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) এর শাসনামল বিভিন্ন দিক থেকে বৈশিষ্ট্যমন্ডিত।তবে যা তাঁকে উম্মাহর হৃদয়ে অমর করে রেখেছে তা হলো কন্সট্যান্টিপোল বিজয়।
ধর্মীয়,রাজনৈতিক ও ভৌগলিক দিক থেকে কন্সট্যান্টিপোল ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শহর।খৃস্টীয় তৃতীয় শতক থেকেই তা ছিল বাইজেন্টাইন সম্রাজ্যের গুরুত্বপূর্ণ নগরী।কন্সট্যান্টিপোল নগরীর তিন দিকে জল, একদিকে স্থল।পশ্চিমে বসফরাস প্রণালী,দক্ষিণে গোল্ডেন হর্ণ ও উত্তরে মারমারা উপসাগর।তাই ভৌগলিক দিক অবস্থানের কারণে একে তখন বিশ্বের সুরক্ষিত নগরীগুলোর মধ্যে গণ্য করা হত।এছাড়া নগরীর প্রতিরক্ষাব্যাবস্থাও ছিল অতুন্ত শক্তিশালী। গোটা নগরীর চারপাশে ছিল একাধিক দুর্ভেদ্য প্রাচীর ও সার্বক্ষণিক সশস্ত্র প্রহরা।এসব কারণে কন্সট্যান্টিপোল ছিল সে বিচারে এক অজেয় দুর্গ।এখানে মনে রাখতে হবে যে, সে যুগটা মিসাইল ও যুদ্ধবিমানের যুগ ছল না। তাই উপরোক্ত ব্যবস্থাগুলোই তখন নগরীর সুরক্ষার জন্য যথেষ্ট ছিল।
কন্সট্যান্টিপোল জয়ের জন্য সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) তৎকালীন বিশ্বের সর্বাধুনিক রণপ্রস্তুতি গ্রহণ করেছিলেন। সে সময়ের সবচেয়ে দূর পাল্লার কামান তিনিই তৈরি করেছিলেন।
প্রস্তুস্তি সমাপ্ত করার পর তিনি অভিযান আরম্ভ করেন।তার স্থল বাহিনী নগরীর পূর্ব দিকে অবস্থান নিল এবং নৌবাহিনীর জাহাজগুলো বসফরাস প্রণালীতে ছড়িয়ে পড়ল।কিন্তু বসফরাস প্রণালী থেকে 'গোল্ডেন হর্ণে' প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না।কেননা গোল্ডেন হর্নের মুখ শিকল দ্বারা বন্ধ করা দেওয়া হয়েছিল এবং বাইজেন্টাইন রণতরীগুলো সেখানে অবস্থান নিয়ে গোলা নিক্ষেপ করছিল।
প্রচন্ড যুদ্ধের পরও উসমানী নৌবহর গোল্ডেন হর্ন পদানত করতে সক্ষম হল না।অন্যদিকে বন্দর সুরক্ষিত থাকায় বাইজেন্টাইন বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল পূর্বদিকে,সুলতানের স্থল বাহিনীকে মোকাবেলা করার জন্য।তাই তাদের শক্তিকে বিভক্ত করার জন্য এবং দুই দিক থেকে একযোগে আক্রমণ করার জন্য উসমানী নৌবহরের গোল্ডেন হর্নে প্রবেশ করা ছিল অপরিহার্য। প্রায় দুই সপ্তাহ অবিরাম যুদ্ধের পরও নৌপথে বিজয়ের কোন লক্ষণ দেখা গেল না।অবশেষে সুওলতান মুহাম্মাদ ফতেহ এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা পৃথিবীর যুদ্ধের ইতিহাসে একমাত্র বিরল ও বিস্ময়কর হয়ে আছে।পাশ্চাত্যের কট্টর ঐতিহাসিকরা পর্যন্ত এ ব্যাপারে বিস্ময় প্রকাশ না করে পারেনি। গিবনের মত ঐতিহাহিকও একে 'মিরাকল' বলে আখ্যায়িত করেছেন।
সুলতান ফাতেহ (রহ),মুজাহিদদের আদেশ দিলেন রণতরীগুলো ডাঙ্গায় তুলে দশ মাইল পথ অতিক্রম করে গোল্ডেন হর্নে নামাতে হবে, এই দীর্ঘ পথ পুরোটাই ছিল পাহাড়ী উঁচুনিচু ভূমি। এর উপর দিয়ে সত্তরটি রণতরী টেনে নেয়া ছিল এককথায় অসম্ভব।কিন্তু সুলতান ফাতেহ এই অসম্ভবকে সম্ভব করেছিলেন।
পুরো পথে কাঠের পাঠাতন বিছানো জল, তাতে চর্বি মাখিয়ে পিচ্ছিল করা হল এবং এর উপর দিয়ে রণতরীগুলো টেনে নিয়ে যাওয়া হল।এভাবে টিলা ও পাহাড়ের উপর দিয়ে রাতের মধ্যে সত্তরটি রণতরী তিনি গোল্ডেন হর্ণে প্রবেশ করাতে সক্ষম হলেন।
সত্তরটি জাহাজের এই মিছিল সারারাত্রি মশালের আলোতে ভ্রমণ করেত থাকে। বাইজেণ্টাইন সৈন্যরা কন্সট্যান্টিপোলের প্রাচীর থেকে বসফরাসের পশ্চিম তীরে মশালের দৌড়াদৌড়ি লক্ষ্য করে।কিন্তু অন্ধকারের কারণে কিছুই বুঝে উঠতে পারেনি।অবশেষে ভোরের অয়ালো যখন রহস্যের পর্দা উন্মোচন করে দেয়,ততক্ষণে মুহাম্মাদ ফাতেহের সত্তরটি রণতরী ও ভারী তোপখানা গোল্ডেন হর্নের উপরাংশে পৌঁছে গেছে। গোল্ডেন হর্নের মুখে প্রহরারত বাইজেন্টাইন নৌ সেনারা বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল যে, উছমানী রণতরীগুলো মৃত্যুদূতের মতো তাদের পিছন দিক থেকে ধেয়ে আসছে। এই ঘটনা ত্থেকে একটি প্রবাদ তৈরি হলঃ"যখন পানির জাহাজ ডাঙ্গায় চলবে তখন বুঝবে কন্সট্যান্টিপোলের পতন অত্যাসন্ন।"
চূড়ান্ত আক্রমণের আগে সুওলতান মুহাম্মাস ফাতেহ(রহ) বাইজেন্টাইন সম্রাট কন্সট্যান্টিনকে নগরী সমর্পণের পয়গাম পাঠালেন এবং নগরবাসীর জানমালের পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সম্রাট তা গ্রহণ করলেন না।এবার সুলতান চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিলেন।
ঐতিহাহিকগণ লেখেন,আক্রমণের আগে সুলতান ফাতেহ(রহ) বাহিনীর অধিনায়কদের তলব করে সকল মুজাহিদিকে এই পয়গাম পৌঁছে দেওয়ার আদেশ করলেন যে,কন্সট্যান্টিপোলের বিজয় সম্পন্ন হলে রাসূলুল্লাহ(সাঃ)-এর একটি ভবিষ্যত বাণী সত্য হবে এবং তাঁর একটি মুজিজা প্রকাশিত হবে। অতএব কারো মাধ্যমে যেন শরীয়াতের কোন বিধান লঙ্গিত না হয়।গীর্জা ও উপসানালয়গুলোর যেন অসম্মান না করা হয়,পাদ্রী,মহিলা,শিশু এবং অক্ষম লোকদের যেন কোন ধরনের কষ্ট না দেওয়া হয়...।।'
৮৫৭ হিজরীর ২০ জুমাদাল উলার রজনী মুজাহিদগণ দুয়া ও ইবাদাতের মধ্যে অতিবাহিত করেন। ফজরের নামাজের পর সুলতান চূড়ান্ত আক্রমণের আদেশ দিলেন এবং ঘোষণা করলেন যে ,"ইনশাআল্লাহ আমরা যোহরের নামাজ সেন্ট সুফিয়ার গীর্জায় আদায় করব।"
দ্বিপ্রহর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে।কিন্তু বাইজেন্টান বাহিনী অসাধারণ বীরত্বে একটি সৈন্যও শহরে প্রবেশ করতে পারেনি। অবশেষে সুওলতান তার বিশেষ বাহিনী ইয়ানাচারী বাহিনীকে সাথে করে সেন্ট রোমান্স এর ফটকএর দিকে অগ্রসর হন। ইয়ানাচারী বাহিনীর প্রধান আগা হাসান তার ত্রিশ জন বীর সঙ্গীকে সাথে করে প্রাচীরের উপর আরোহণ করেন।হাসান ও তার আঠার সাথীকে প্রাচীর থেকে নিচে ফেলে দেওয়া হয়। তারা শাহাদাতের অমীয় সুধা পান করেন।অবশিষ্ট বারোজন প্রাচীরের উপর দৃঢ় অবস্থান করতে সক্ষম হন।তারপর উসমানী বাহিনীর অন্যান্য দলও একের পর এক প্রাচীরে আরোহণ করতে সক্ষম হন। এমনিভাবে কন্সট্যান্টিপোলের প্রাচীরে চন্দ্রখচিত লাল পতাকা উড়িয়ে দেয়া হয়।
বাইজেন্টাইন সম্রাট কন্সট্যান্টিন এতক্ষণ বীরত্বের সাথে পরিস্থিতি মোকাবেলা করছিল।কিন্তু সে তার কিছু অসাধারণ বীর যোদ্ধার সাহস হারানোর পর নিরাশ হয়ে পড়ে।সে উচ্চস্বরে বলে-"এমন কোন খৃস্টান নেই কি, যে আমাকে খুন করবে।" 
কিন্তু তার আহ্বানে সাড়া না পেয়ে সে রোম সম্রাট(কায়সারদের) বিশেষ পোশাক খুলে দূরে নিক্ষেপ করে,উসমানী সেনাবাহিনীর উন্মত্ত তরঙ্গের মধ্যে প্রবেশ করে সত্যিকার সৈনিকের মত বীরত্বের সাথে লড়তে লড়তে নিহত হয়।তার মৃত্যতে ১১০০ বছরের বাইজেন্টানের সেই রোম সম্রাজ্যের বিলুপ্তি ঘটে ,যার সূচনা হয়েছিল প্রথম কন্সট্যান্টিনের হাতে এবং বিলুপ্তও হল আরেক কন্সট্যান্টিনের হাতে । তারপর থেকে কায়সায় উপাধিই ইতিহাসের উপখ্যানে পরিণত হয়ে যায়। এভাবে ইহ-পরকালের সর্দার মহানবী(সাঃ) এর এই বাণী সত্যে প্রমাণিত হয়-"কায়সারের ধ্বংসের পর আর কোন কায়সার জন্ম নিবে না।"
আল্লাহ তাআলা তাঁর মুজাহিদ বান্দার কথাকে সত্য করেছেন।জোহরের সময় সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) বিজয়ীর বেশে কন্সট্যান্টিপোল নগরীতে প্রবেশ করেন। ইংরেজী তারিখ হিসাবে দিনটি ছিল ২৯ মে ১৪৫৩ ঈ.।সেন্ট রোমান্সের উপর(বর্তমান নাম TOP KOPY) উসমানী পতাকা উড়ছিল। সুলতান ঘোড়ার পিঠ থেকে নেমে সিদজায় পড়ে গেলেন। 
নগরীর অধিকাংশ খৃস্টান সেন্ট সোফিয়ায় আশ্র্য় নিয়েছিল।সুলতান তাদেরকে অভয় দিলেন এবং তাদের জানমালের নিরাপত্তা দান করলেন। 
এরপর আযান দেওয়া হল।সাড়ে এগারো শত বছর যাবৎ যেখানে 'তিন খোদা'র উপাসনা হচ্ছিল সেখানে আজ তাওহীদের ধ্বনি উচ্চারিত হল।সকল ছবি ও মূর্তি সরিয়ে ফেলা হল।মুসলিম বাহিনী জোহরের নামাজ সেন্ট সোফিয়ায় আদায় করল।
সুলতান ফাতেহ(রহ) একে মসজিদে পরিণত করার ফরমান জারি করলেন। কেননা প্রথমত কন্সট্যান্টিপোলের সম্রাট আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তাই সুলতান এই গীর্জাকে পূর্বাবস্থায় বহাল রাখতে বাধ্য ছিল না। তদুপরি এটি ছিল অর্থডক্স খ্রিস্টানদের কেন্দ্রীয় গীর্জা ।তাই এর সাথে বহু কুসংস্কার ও অলৌকিকতার বিশ্বাস জড়িত হয়েছিল। এই কুসংস্কারের মূলোৎপাটন প্রয়োজন ছিল।
কন্সট্যান্টিপোল বিজয়ের পর সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) নগরীর খৃস্টন অধিবাসীদের জান-মালের নিরাপত্তা বিধান করলেন এবং তাদেরকে তাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন।
কন্সট্যান্টিপোল বিজয়ের এই ঘটনার পর কন্সট্যান্টিপোল যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত উসমানী খিলাফতের রাজধানীর রূপ লাভ করে এবং বহু শতাব্দী পর্যন্ত আলমে ইসলামীর মধ্যে তার বিশেষ গুরুত্ব ছিল।
তথ্যসূত্র- 
১) জাহানে দিদাহ- শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী (দা বা) 
২) Encyclopedia of Islam 
৩) wikipedia 
৪) ইসলামের ইতিহাস 
৫) Encyclopedia of World History 
৬) History of Decline & Fall of Roman Empire and History of Christianity- Edward Gibbon 
৭)মাসিক আল-কাউসার
কার্টেসিঃ অগ্রপথিক


উত্তম চরিত্র এবং তার মর্ম


মূল : বিচারপতি আল্লামা তাকি উসমানি হাফি.
অনুবাদ : মুহিউদ্দীন কাসেমী

أَمَّا بَعْدُ! فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ،بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (১) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (২) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (৩) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (৪) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (৫) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

সম্মানিত সুধী ও প্রিয় ভাইসব!
আল্লাহ তাআলা সূরা মুমিনের এই প্রাথমিক আয়াতগুলোতে সেসব মুমিন বান্দার গুণাবলি বর্ণনা করেছেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে সফলতাপ্রাপ্ত। তন্মধ্যে হতে একটি গুণ নিম্নবর্ণিত আয়াতে উল্লেখ করা হয়েছে :
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
পূর্বে উল্লেখ করা হয়েছে যে, এই আয়াতের দুটি তাফসির হতে পারে। প্রথম তাফসির মোতাবেক আয়াতটি মর্মকথা হল, সেসব মুমিন সফলতাপ্রাপ্ত, যারা যাকাত প্রদানকারী। আর দ্বিতীয় তাফসির মোতাবেক আয়াতটির অর্থ হল- সেসব মুমিন সফলতাপ্রাপ্ত, যারা আত্মশুদ্ধি অর্জনকারী, নিজেরা নিজেদেরকে পবিত্র ও পরিচ্ছন্নকারী। স্বীয় চরিত্রকে নোংরামী ও অপবিত্রতা থেকে সংরক্ষণকারী; আর উত্তম চরিত্র গ্রহণকারী।

অন্তরের ‘অবস্থাগুলোর’ নামই আখলাক
এর সামান্য বিশ্লেষণ হল, বর্তমানে সাধারণ পরিভাষায় মানুষ আখলাক-চরিত্র বলতে বুঝায়, হাসি মুখে অন্যের সামনে আসা, মুচকি হেসে সাক্ষাৎ করা, নম্রভাবে কথা বলা, সহমর্মিতাসূচক শব্দ ব্যবহারে কথা বলা। শুধু এটাকেই ‘আখলাক বা চরিত্র’ মনে করা হয়। আমাদের ভালো করে বুঝতে হবে শরিয়তের দৃষ্টিতে ‘আখলাক’ কী? শরিয়তের সৃষ্টিতে ‘আখলাকে’র অর্থ ব্যাপক। এ অর্থের মাঝে উপরোল্লিখিত কথাগুলোও অবশ্যই শামিল আছে যে, যখন মানুষ কারো সাথে সাক্ষাৎ করবে, তো হাসি মুখে সাক্ষাৎ করবে। ভালোবাসা প্রকাশ করবে, সাক্ষাতের সময় তার চেহারায় হাস্যোজ্জ্বল ভাব প্রকাশ করবে, নরমভাবে কথা বলবে। কিন্তু ‘আখলাক’ কেবল এই কর্মপদ্ধতির মাঝেই সীমাবদ্ধ নয়। বরং ‘আখলাক’ হল অন্তরের অবস্থাগুলোর নাম। দিলের মাঝে সৃষ্ট উৎসাহ ও কামনাগুলোর নাম হল আখলাক বা চরিত্র আর উত্তম আখলাকের অর্থ হল, মানুষের উৎসাহগুলোর মাঝে উত্তম ও পছন্দনীয় কথার সৃষ্টি হয়। আর খারাপ আখলাকের অর্থ হল, তার দিলে খারাপ আগ্রহ ও খারাপ কামনা-বাসনা সৃষ্টি হয়। তাই শরিয়তে একটি অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় হল, মানুষ নিজ চরিত্রকে সংশোধন করা। আর মনে সৃষ্ট উৎসাহগুলোকে ভারসাম্যের ওপর নিয়ে আসা।

স্বভাবজাত আবেগে ভারসাম্য বজায় রাখুন 
এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হল, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলে স্বভাবজাত আগ্রহ রেখেছেন; যা তার স্বভাবেরই অংশ। কোনো মানুষ এত্থেকে মুক্ত নয়। যেমন, গোস্বা প্রত্যেক মানুষের মাঝেই আছে, কারো মাঝে কম কারো মাঝে বেশি, তবে আছে সবারই মাঝেই। অথবা ধরুন কাম রিপু, যা প্রত্যেকের মধ্যেই আছে, কারো মাঝে কম, কারো মাঝে বেশি। অথবা ধরুন নিজ ইজ্জতের খেয়াল। আমি যেন অপদস্ত না হই, বরং আমার যেন ইজ্জত অর্জন হয়। এ আগ্রহ প্রত্যেকের ভেতরেই আছে। এগুলো সবই স্বভাবজাত আগ্রহ যা আল্লাহ পাক মানুষের মাঝে সৃষ্টি করেছেন। তবে এ আগ্রহগুলোকে ভারসাম্যতার ওপর রাখা জরুরি। আর এগুলোকে ভারসাম্যের ওপর রাখার নামই ‘হুসনে আখলাক বা উত্তম চরিত্র”। এগুলো ভারসাম্যের মাঝে থাকলে খুবই ভালো কথা, তাহলে মানুষের চরিত্র পবিত্র, সঠিক ও প্রশংসার যোগ্য। কিন্তু চরিত্র যদি ভারসাম্যতার নিচে নেমে যায় বা আগে বেড়ে যায়, তাহলে উভয় অবস্থাতেই মানুষের চরিত্র নষ্ট,তা সংশোধন করা আবশ্যক।

গোস্বা সৃষ্টিগত আবেগ
যেমন গোস্বা একটি স্বভাবজাত বা সৃষ্টিগত আবেগ ও আগ্রহ, যা আল্লাহ পাক প্রত্যেকের মনে সৃষ্টি করেছেন। আর এ গোস্বার প্রয়োজন আছে। কারণ, যদি কোনো মানুষের মাঝে গোস্বা মোটেও না থাকে, তাহলে সে নিজের প্রতিরক্ষার যোগ্য হতে পারে না। যেমন এক ব্যক্তি অন্যের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে আর ওই লোক চুপচাপ বসে আছে। তার গোস্বাই আসছে না, তাহলে এর অর্থ হল, তার গোস্বা ভারসাম্যতা হারিয়েছে। তদ্রƒপ কোনো ব্যক্তি তার পিতা, ভাই বা স্ত্রীর ওপর আক্রমণ চালাচ্ছে আর ওই লোক চুপ করে তামাশা দেখছে, তার কোনো গোস্বা আসছে না, তাহলে বুঝতে হবে তার আত্মমর্যাদাবোধের অভাব রয়েছে। শরিয়তে এ আত্মমর্যাদাহীনতার কোনো বৈধতা নেই।

এটা আত্মমর্যাদাহীনতার পরিচয়
আজকে আমাদের ভাইদের ওপর ইরাকে বর্বর আক্রমণ চলছে; অথচ কত মুসলমান আছেন যারা শুধু নিশ্চুপ বসেই আছেন, কোনো গোস্বা আসছে না এমন নয় বরং কাফেরদেরকে সাহায্য করছেন, তাদেরকে নিজেদের আকাশ পথ ও স্থল পথ প্রস্তুত করে দিচ্ছেন আর অমুসলিমদের হেড কোয়ার্টার নিজেদের দেশে প্রতিষ্ঠা করছেন। বলতে হবে, এটা অবশ্যই আমাদের আত্মমর্যাদাবোধ-শূন্যতার পরিচায়ক। এর অর্থ হল, গোস্বা নামক যে আগ্রহ আল্লাহ পাক রেখেছিলেন, তা সঠিক স্থানে ব্যবহার হচ্ছে না। কারণ আল্লাহ পাক এই গোস্বা এজন্য রেখেছেন যেন মানুষ নিজ প্রতিরোধের ব্যবস্থা করেন, স্বীয় প্রিয়জন, আত্মীয়স্বজন ও পরিজনদের প্রতিরক্ষা করেন এবং নিজ ধর্মের প্রতিরক্ষা করেন এবং আমাদের ধর্মীয় ভাইদের প্রতিরক্ষা করেন ও পুরো মানবতার ওপর যে বর্বরতা চলছে তা প্রতিরোধ করেন। এ উদ্দেশ্যে আল্লাহ পাক এ গোস্বা দিয়েছেন।

গোস্বাকে উপযুক্ত স্থানে প্রয়োগ করুন
আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন :
قَاتِلُوا الَّذِينَ يَلُونَكُمْ مِنَ الْكُفَّارِ وَلْيَجِدُوا فِيكُمْ غِلْظَةً
অর্থাৎ যেসব কাফের তোমাদের পাশে বাস করে তাদের সাথে যুদ্ধ কর এবং তারা যেন তোমাদের মাঝে তাদের বিরুদ্ধে গোস্বা ও কঠোরতা অনুভব করে। [সূরা তাওবা : ১২৩]
অতএব এ গোস্বা যদি সঠিক স্থানে হয় তাহলে তা প্রশংসার যোগ্য এবং উত্তম চরিত্রের লক্ষণ। যেমন ধরুন বাড়িতে ডাকাত আক্রমণ করেছে আর আমার কাছে তাদের ওপর পাল্টা আক্রমণ করার শক্তিও আছে তবুও আমি চুপ করে বসে থাকলাম, চেষ্টা করলাম না আমার মাঝ একটু গোস্বাও আসল না তাহলে এর অর্থ হল, আমি আত্মমর্যাদাবোধহীন ব্যক্তি। শরিয়ত এটা কামনা করে না। তাই মানুষের গোস্বা যদি সঠিক সীমায় ব্যবহার করে ও সঠিক স্থানে ব্যবহার করে তাহলে এ গোস্বা উত্তম চরিত্রের নিদর্শন।

‘গোস্বা’ সীমার ভেতর থাকা চাই
আমি দুটি শব্দ ব্যবহার করেছি, একটি হল, গোস্বা সঠিক স্থানে ব্যবহার করবে, অনুপযুক্ত স্থানে ব্যবহার করবে না। অর্থাৎ যেখানে গোস্বা করা চাই সেখানেই গোস্বা করবে। দ্বিতীয়টি হল, গোস্বাকে সীমার ভেতরে থেকে ব্যবহার করবে। অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুই গোস্বা প্রয়োগ করবে, এর চেয়ে বেশি করবে না। যেমন মনে করুন, আপনি দেখছেন আপনার সন্তান ভুল পথে পা বাড়াচ্ছে, পাপ কাজে জড়াচ্ছে, তার আমল নষ্ট হচ্ছে, আপনি তাকে দু-তিনবার বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন। কিন্তু সে আপনার উপদেশ মানল না তাহলে এখানে গোস্বা আসা যথাযথ। গোস্বার সঠিক স্থান এটা, ভুল স্থান নয়। কারণ বাস্তবেই সেটা গোস্বার কথা ছিল। কিন্তু ঘটনা হল, যখন আমরা সন্তানের ওপর গোস্বা প্রকাশ করি; তখন এত গোস্বা প্রকাশ করি যে বাচ্চার চামড়া ছিলে ফেলি। এ অবস্থায় গোস্বার স্থান তো সঠিক; কিন্তু সীমার মধ্যে ছিল না বরং সীমালঙ্ঘন করে সামনে বেড়ে গেছে। ভারসাম্যতা হারিয়ে ফেলেছে, তাই এ গোস্বা প্রশংসাযোগ্য থাকেনি ও উত্তম চরিত্রের মধ্যে থাকেনি।

গোস্বা বা রাগের সীমারেখা
অতএব গোস্বার মাঝে দুটি বিষয় থাকা চাই। একটি হল, সঠিক স্থানে গোস্বা আসা, বেজায়গায় না আসা। দ্বিতীয়টি হল, গোস্বা যখন প্রকাশ হবে, তখন তা সীমার ভেতরে থাকবে, সীমার চেয়ে কমও হবে না, বেশিও হবে না। এই গোস্বার সীমানা শরিয়ত নির্ধারণ করে দিয়েছে। এক হাদিসে রাসুল সা. ইরশাদ করেছেন, ‘বাচ্চার বয়স যখন সাত হয়ে যায়, তখন তাকে নামায শিখাও যাতে ছোট বেলা থেকেই নামাযে অভ্যস্ত হয়ে যায়। সাত বছরের সময় মারধর করার নির্দেশ নাই। তারপর যখন বাচ্চার বয়স দশ হয়ে যায় আর তখনও তার নামাযের অভ্যাস না হয়, তাহলে এখন নামায না পড়লে তাকে মারধর করারও অনুমতি আছে। [সুনানে আবু দাউদ, হাদিস নং- ৪১৮]
এ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে সাথে এও বলে দেয়া হয়েছে যে, চেহারায় মারবে না, চেহারায় মারা জায়েয নেই। আর এমন মার মেরো না যে শরীরে দাগ পড়ে যায়। এ কথা রাসুল সা. হাদিসে বলে দিয়েছেন। রাসুল সা. এর প্রত্যেকটি বস্তু পার্ট পার্ট করে খুলে দিয়েছেন। এই তো হল একটি উদাহরণ।

আত্মসম্মানবোধ সৃষ্টিগত আবেগ
আরেকটি উদাহরণ নিন। যেমন আমি মানুষ। মুসলমান হিসাবে আমার ইজ্জত থাকা চাই, তাই আমি মানুষের সামনে বেইজ্জত হবো না। এই আত্মসম্মান-বোধের জযবা মনের মাঝে সৃষ্টি হওয়া স্বভাবজাত। এ পর্যন্ত জযবা প্রশংসানীয় এবং এ জযবা খারাপ নয়। কারণ নিজেদেরকে বেইজ্জতি করতে শরিয়ত আমাদেরকে নিষেধ করেছেন। এর কারণ হল, একজন মানুষের মাঝে যদি এ জযবা একেবারেই না থাকে, তাহলে মানুষ অন্যের হাতের খেলনা হয়ে যাবে। যার মনে চায় যাকে তাকে বেইজ্জতি করবে। তবে এ আত্মসম্মানবোধের জযবা যদি সীমালঙ্ঘন করে সামনে বেড়ে যায় এবং মনের মধ্যে এ ধারণা জন্মায় যে, আমি সবচেয়ে বড়, আমি সম্মানিত, বাকি সবাই হীন, তাহলে এখন মনে অহঙ্কার চলে আসল। কারণ তাকাব্বুরের অর্থ, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা।

আত্মসম্মানবোধ না-কি অহঙ্কার
আমি অন্যের নজরে অসম্মানী হবো নাÑ এটা কামনা করার অধিকার অবশ্যই আপনার আছে। কিন্তু অন্য কারো থেকে নিজেকে উত্তম ভাবা যে, আমি তার চেয়ে ঊর্ধ্বে, সে আমার থেকে নিচে এ ধারণা মনে আনয়ন করা জায়েয নেই। যেমন ধরুন,আপনি ধনী। আপনার কাছে কুঠি-বাংলো আছে, ব্যাংক ব্যালেন্স, ধন-সম্পদ আছে, আরেক ব্যক্তি দরিদ্র, ঠেলা গাড়িতে করে মাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, পরিবারের সবাইকে লালন করে থাকে। অতএব আপনার মাঝে যদি এ খেয়াল আসল যে, আমি বড় আর সে ছোট তার থেকে আমার ইজ্জত বেশি, আমি তার থেকে উত্তম, সে আমার থেকে নিম্ন মানের। এরই নাম তাকাব্বুর, অহঙ্কার। আত্মসম্মানের এ জযবা নিজ সীমা অতিক্রম করে আগে বেড়ে গেছে।

অহঙ্কার নিকৃষ্টতম অনুভূতি
এখন এ জযবাটা এতই নিকৃষ্ট হয়েছে যে, আল্লাহ তাআলার নিকট এর চেয়ে নিকৃষ্টতম আর কোনো জযবা হতে পারে না। আল্লাহর কাছে মানুষের মাঝে নিকৃষ্টতম জযবা হল তাকাব্বুর বা অহঙ্কার। অথচ ‘আত্মসম্মানবোধ’ ছিল প্রশংসার বস্তু। কিন্তু যখন তা সীমাতিক্রম করেছে, তখন এর ফলাফলে হয়েছে সেটা তাকাব্বুর। আর তাকাব্বুর হওয়ার কারণে তা ঘৃণ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন :
الْكِبْرِيَاءُ رِدَائِى
অর্থাৎ বড়ত্ব একমাত্র আমার হক। [সুনানে আবু দাউদ, হাদিস নং- ৩৫৬৭]

الله أَكْبَرُ এর অর্থ আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ।
وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
তাঁরই জন্য বড়ত্ব আসমানেও জমিনেও। [সূরা জাসিয়া : ৩৭]
অতএব যে বান্দা বলবে, আমি অমুক হতে বড়, আমার মর্যাদা অন্যদের থেকে বেশি ও ঊর্ধ্বে। আমি সবার চেয়ে উত্তম আর অন্য সব মানুষ আমার চেয়ে ছোট ও তুচ্ছ। তাহলে এটা তাকাব্বুরের সীমায় পৌঁছে গেল, যা আল্লাহ পাক যারপরনাই অপছন্দ করেন। আর এর পরিণতি দুনিয়াতেও খারাপ, পরকালেও মন্দ।
অহঙ্কারীকে সবাই তুচ্ছ ভাবে 
দুনিয়াতে তো এমন অবস্থা হয় যে, অহঙ্কারী নিজে নিজেকে বড় মনে করে আর অন্যদেরকে তুচ্ছ মনে করতে থাকে। কিন্তু বাস্তবতা এমন হয় যে, সারা মাখলুক তাকে খারাপ জানে। কারণ যে ব্যক্তি অহঙ্কারী হয় আর লোকেরাও জানে সে অহঙ্কারী, তাহলে কেউ তাকে মুহাব্বত করবে না বরং সবাই তাকে খারপ জানবে। একটি সুন্দর আরবি কাহিনী আছে। এতে অহঙ্কারী দৃষ্টান্ত দেয়া আছে। বলা হয়েছে যে, অহঙ্কারীর দৃষ্টান্ত পাহাড়ের চূড়ায় আরোহনকারীর ন্যয়। সে ওপর থেকে যখন নিচের দিকে দেখে তখন তার কাছে সব মানুষ ছোট মনে হয়। তাই সে সবাইকে ছোট ভাবে। আর সকল মাখলুক যখন তাকে দেখে তখন সে তাকে ছোট ছোট দেখে এজন্য তারা সবাই তাকে ছোট মনে করে।
মোটকথা পৃথিবীর অবস্থান হল অহঙ্কারীকে সবাই তুচ্ছ ও খারাপ মনে করে যদিও তার প্রভাবের কারণে মানুষ তার সামনে কথা বলতে না পারে। কিন্তু কারো অন্তরে তার ইজ্জত ও মুহাব্বত থাকে না।

আমেরিকা চূড়ান্ত পর্যায়ের দাম্ভিকতা দেখাচ্ছে
আজকে আমেরিকা দাম্ভিকতার ক্ষেত্রে নমরুদ ও ফেরাউনের স্তরে বরং তার চেয়েও উপরে পৌঁছে গেছে। অনেক সময় আমেরিকার সামনে মানুষের মুখ তার ভয়ের কারণে খোলে না। কিন্তু তার ঘৃণা সারা জাহানে ছড়িয়ে আছে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তাকে ঘৃণা করছে। এমনকি স্বয়ং তার অধিবাসীদের অনেকেই তাকে ঘৃণা করছে। এজন্য দুনিয়াতে অহঙ্কারীর ভাগ্য ঘৃণা জোটে, ইজ্জত নয় আর পরকালে অহঙ্কারীর জন্য কঠিন শাস্তি তো আছেই।

অহঙ্কার অন্যসব রোগের উৎস
এ অহঙ্কার এমন ব্যাধি যার থেকে শত শত ব্যাধির সৃষ্টি হয়। এ অহঙ্কারের ফলেই ঘৃণা সৃষ্টি হয়। এ জন্য পবিত্র কুরআন বলেছে, সফলতা তারই ভাগ্যে জোটবে, যে নিজ চরিত্রকে এসব ব্যাধি থেকে পবিত্র করবে। তার গোস্বা আসলে তা সঠিক স্থানে আসবে আর যখন গোস্বাকে ব্যবহার করবে, তা সীমার ভেতরে ব্যবহার করছে। যদি সে আত্মমর্যাদা সংরক্ষণ করে,তাহলে সীমার ভেতরে করে। কাজ যা করবে ইখলাসের সাথে করবে। কোনো কাজ লোক দেখানো ও নামের জন্য করবে না। এরই নাম চরিত্র সংশোধন, যা নিম্ন আয়াতে উল্লেখ করা হয়েছে :
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
যার ব্যাপারে বলা হয়েছে যে, হুজুর পাক সা. পৃথিবীতে এজন্য আগমন করেছেন যে, মানুষের চরিত্রকে পাক সাফ করবেন।

চরিত্র পাক-পবিত্র করার পদ্ধতি হল ‘সৎসঙ্গ’
প্রশ্ন হয় চরিত্র পাক করার নিয়ম কী? এসব চরিত্র পাক করার পদ্ধতি সেটাই যা জনাবে রাসুল সা. সাহাবায়ে কেরামের ক্ষেত্রে অবলম্বন করেছেন। তা হল ‘সৎসঙ্গ’। আল্লাহ পাক রাসুল সা. এর সং¯্রবের বদৌলতে সাহাবা কেরামের রা. চরিত্রকে ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজেদেরকে হুজুর পাক সা. এর নিকট সঁপে দিয়েছেন। এর পদ্ধতিটা হল সাহাবায়ে কেরাম সংশোধনের লক্ষ্যে নিজেকে রাসুলে কারিম সা. এর দরবারে হাজির করেছেন এবং সঙ্কল্প করেছেন যা কিছু হুজুর সা. থেকে শুনব, যা কিছু হুজুর সা.কে করতে দেখব সেগুলো নিজ জীবনে অনুসরণ করব এবং হুজুর সা. এর প্রতিটি কথা মানব। সকল সাহাবা হুজুর পাক সা. এর সামনে হাজির। তিনি প্রত্যেককে দেখেছেন। অনেক সময় সাহাবায়ে কেরাম স্বয়ং নিজেরাই নিজেদের অবস্থাগুলো রাসুল সা. এর নিকট বর্ণনা করতেন, ইয়া রাসুলাল্লাহ সা.আমার মনে অমুক কাজের খেয়াল সৃষ্টি হয়েছে। অমুক কাজের আগ্রহ পয়দা হয়েছে। এর জবাবে রাসুল সা. বলে দিতেন তোমরা অমুক কাজ এই পর্যন্ত করতে পার। এর সামনে বাড়তে পারবে না। তাই ধীরে ধীরে সওয়াবের আলম সা. এর শিক্ষ-দীক্ষার ফলে তিনি যে আখলাক নিয়ে আগমন করেছেন, তা সাহাবায়ে কেরাম রা.-এর মাঝে সৃষ্টি হয়ে গেছে।

জাহেলি যুগ ও সাহাবায়ে কেরামের গোস্বা 
জাহেলি যুগে সাহাবায়ে কেরামের জাতি ছিল এমন, যাদের গোস্বা ছিল সীমাতিরিক্ত। সামান্য কথায় পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ত। অনেক সময় সে যুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত চলত। কিন্তু তারাই যখন রাসুল পাক সা. এর খেদমতে হাজির হলেন, তো এমন জাতি হয়ে গেল যে, এরপর যখন তাদের গোস্বা আসত তা সঠিক স্থানে আসত এবং সীমার ভেতরে থাকত। যতটুকু গোস্বার দরকার ততটুকুই আসত। এর অধিক আসত না। জাহেলি যুগে লোকেরা হযরত ওমর রা.-এর নাম শুনে কাঁপত। যদি তার গোস্বা এসে যায় তাহলে আমাদের রক্ষা নাই। সেই গোস্বার মুহূর্তে একবার ঘর থেকে বের হলেন যে, মুহাম্মদ সা. নবুওয়াতের দাবি করেছে এবং নতুন ধর্ম নিয়ে এসেছে। আর পুরাতন ধর্মকে মিথ্যা সাব্যস্ত করছে তাই তার গর্দান উড়িয়ে দিব। লম্বা ঘটনা। হুজুর সা. পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তাআলা তার কানে কুরআনের পাকের আয়াত পৌঁছে দিলেন আর কুরআনি আয়াতগুলোকে পরিবর্তনের মাধ্যম বানিয়ে দিলেন। মনের মাঝে ইসলাম বাসা করে নিল এবং হুজুর পাক সা. এর দরবারে গিয়ে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করে দিলেন। [সিরাতে ইবনে হিশাম- ১/৩৪৩-৩৪৪]

হযরত ওমর রা. ও গোস্বায় ভারসাম্যাত
অতঃপর যখন হুজুর সা. এর খেদমতে চলে এলেন এবং তার সংশ্রবে সময় লাগালেন তখন সেই সীমাহীন গোস্বা ভারসাম্যতার ভিথরে চলে আসে। সেই গোস্বাকে হুজুর পাক সা.স্বীয় শিক্ষা ও তরবিয়ত ও সংশ্রবের মাধ্যমে এমন ভারসাম্য করে দিলেন যে, যখন আমিরুল মুমিনিন ও খলিফা হয়ে গেছেন তখন একদা জুমুআর দিনে মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। তার সামনে প্রজাদের এক বিরাট মাজমা ছিল। এ মাজামায় তিনি একটি প্রশ্ন করেছিলেন তখন উত্তর দেয়ার জন্য এক বেদুঈন লোক দাঁড়াল। সে বলল, হে আমিরুল মুমিনিন! যদি আপনি আঁকাবাঁকা চলেন, তাহলে এ তরবারি দ্বারা আমরা আপনাকে সোজা করে দিব। যার রাজত্ব অর্ধ জাহানে চলছে, তার সাথে এ কথা বলা হল। কিন্তু সেই বেদুঈনের কথার ওপর ওমর রা.-এর কোনো গোস্বা আসল না বরং তিনি তখন বলেছিলেন :
হে আল্লাহ! আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্য যে, আপনি এ উম্মতের মাঝে এমন লোকও সৃষ্টি করে দিয়েছেন, যদি আমি ভুল করি, তাহলে তারা আমাকে সংশোধন করে দিবে। [রিয়াজুন নাজরাহ ফি মানাকিবিল আশারাহ- ১/১৮০]
দেখুন! হযরত ওমরের গোস্বা যা জাহেলিযুগে প্রবাদতুল্য ছিল, কিন্তু রাসুল সা. এর সোহবত, সান্নিধ্য ও শিক্ষার বদৌলতে তা ভারসাম্যের ভেতর চলে আসে এবং ভারসাম্যপূর্ণ গোস্বায় পরিণত হয়।

আল্লাহর নির্ধারিত সীমার সামনে অবস্থানকারী
আল্লাহ পাকের নির্ধারিত সীমানার সামনে থেমে যেতেন আর যখন গোস্বায় সঠিক স্থানে এসে যেত। জালেম শাসকদের বিরুদ্ধে যুদ্ধের সময়-তখন কিসরা ও কায়সারের মত বড় শক্তিধররাও তার নাম শুনে থেমে যেত এবং রীতিমত তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত। তিনিই কিসরা ও কায়সার শাহী প্রাসাদগুলো ভেঙ্গে চুরমার করেছেন, যেখানে গোস্বা না আসার সেখানে আসত না আর যেখানে যে পরিমাণ গোস্বা আসার দরকার, সেখানে সে অনুপাতেই আসত। এর সামনে বাড়েননি। তার ব্যাপারেই বলা হয়েছে :
كان وقافا عند حدود الله
অর্থাৎ হযরত ফারুকে আজম রা. আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত সীমানার সামনে এসে থেমে যেতেন। এটা কোত্থেকে পেলেন? কিতাব পড়ে অর্জন করেছেন? দর্শন পড়ে অর্জন করেছেন? না, বরং এটা অর্জনের কেবল একটিই পথ ছিল। তা হল রাসুল সা.-এর প্রশিক্ষণে ছিলেন, তার খেদমত করেছেন। এর বদৌলতে আল্লাহ পাক হযরত ওমর রা.-এর পূর্ণ আখলাক-চরিত্রকে উজ্জ্বল, পবিত্র ও পরিচ্ছন্ন করে দিয়েছেন।

আল্লাহওয়ালাদের সংস্রব লাভ করুন
আল্লাহওয়ালাদের সংশ্রব অবলম্বন করুন অতঃপর এ পদ্ধতিই সাহাবায়ে কেরাম রা. তাদের শিষ্য-তাবেয়িন হযরতের সাথে আর তাবেয়িন হযরতগণ তাদের শিষ্যদের তাবে-তাবেয়িনের সাথে অবলম্বন করেছেন যেমন পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে :
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থ : হে ইমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক। [সূরা তাওবা : ১১৯]
অর্থাৎ যদি নিজ চরিত্র সংশোধন করতে চাও, তাহলে তাদের সংশ্রব অবলম্বন কর যাদের চরিত্র ঠিক আছে। তাই নিজের সঙ্গ ঠিক কর এবং আল্লাহওয়ালাদের সংশ্রব অবলম্বন কর যাদের দিলে আল্লাহর ভয় আছে, পরকালের চিন্তা আছে, যাদের চরিত্র পরিষ্কার-পরিচ্ছন্ন ও উজ্জ্বল।
এখন কিভাবে তাদের সংশ্রব অবলম্বন করতে হবে, তা আগামী জুমুআয় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এর ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
وآخر دعوانا أن الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.