সোমবার, ৯ মে, ২০১৬

ছবিটা ফিলস্তিনের


ছবিটা ফিলস্তিনের ৷ 1896 সালের কথা৷ ফিলিস্তিন তখন উসমানী খেলাফতের অধীনে ছিল৷ ছবিতে মুসলমান,ইহুদি, খ্রিস্টান সবার উপস্থিতি দেখা যাচ্ছে৷ জীবন যাত্রা ছিল শান্ত, স্বাভাবিক৷
তখন ফিলিস্তিনে মুসলমান ছিল 85%,খ্রিস্টান ছিল 10% ইহুদিদের জনসংখ্যা 5% চেয়ে কম৷
ততকালে বায়তুল মুকাদ্দাসের যিয়ারতে আসা
ইহুদিদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ফিলিস্তিনে রয়ে যেত ইউরোপ এবং স্বদেশে জুলুমের কারণে৷ একই সাথে ফিলিস্তিনিদেরা আতিথেয়তা, স্বাধীনতা এবং উসমানী শাসকদের ন্যায়পরায়নতা মুগ্ধ হয়ে৷। ইহুদিরা মুখোশ খুলার আগ পর্যন্ত সেখানে মুসলমান, খ্রিস্টানদের মাঝে সুখে শান্তিতে বসবাস করে যাচ্ছিল৷ ইহুদিরা ফিলিস্তিনে দেখিয়ে দিল, তাদের সাথে ভাল আচরণের বদলা তারা কিভাবে দেয়৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন