বুধবার, ১৮ মে, ২০১৬

ছবিটা মিসরের। ১৮৭০ সালে তোলা। Atik Ullah Atik


ছবিটা মিসরের। ১৮৭০ সালে তোলা। কয়েকটা বিষয় পরিষ্কার হয়:
ক: নেকাবই ছিল মুসলিম মহিলাদের স্বাভাবিক পর্দা। 
খ: একটা ভুল প্রচারণা প্রচলিত অাছে: নেকাবের প্রচলন সালাফী চিন্তার সাথেই আরবে ছড়িয়েছে। অথচ মিসরে এত          অাগে সালাফী চিন্তা প্রবেশ করেনি। 
গ: নেকাব কুরআন-হাদীসসম্মত বিশুদ্ধ ইসলামী পোষাক। নেকাবের সাথে কোনও বাদ-মতবাদের সম্পৃক্তি নেই। 
ঘ: ইসলাম নারীকে মর্যাদা দেয় না? মুসলিম পুরুষ মহিলাদের সাথে বাঁদীর মতো আচরণ করে? তবে এটা ঠিক, একটা ছবি দিয়ে পুরো সমাজচিত্রকে মাপা ঠিক নয়। কিন্তু ইতিহাস বলে, এটা নিছক কোনও বিচ্ছিন্ন ঘটনার ছবি নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন