বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

১৪৯২ সালে স্পেনে মুসলিমদের শেষ দুর্গের পতন


১৪৯২ সালে স্পেনে মুসলিমদের শেষ দুর্গের পতনের সাথে সাথে মুসলিমদের উপর দুর্যোগের খড়া নেমে আসে। হাজার হাজার মুসলিমকে স্পেন থেকে নির্বাসিত করা হয়। শত শত বছর ধরে ইহুদিরা স্পেনে মুসলিম শাসনের অধীনে শান্তিপূর্ণ জীবন যাপন করছিল। খৃস্টানরা বিজয়ী হবার পর ইহুদীদেরও জোরপূর্বক ধর্মান্তর করে অথবা নির্বাসিত করে স্পেনকে মুসলিম ও ইহুদিশূন্য করে ফেলে। এসব নির্বাসিত ইহুদীদের নাম হয়ঃ সেফারডিক জিউস। 

সর্বশেষ কয়েক বছর আগে স্প্যানিশ সরকার ঘোষণা দেয় কেউ যদি প্রমাণ করতে পারে যে তার পূর্বপুরুষ সেফারডিক ইহুদি ছিল তাহলে তাকে স্প্যানিশ নাগরিকত্ব ফিরিয়ে দেয়া হবে। মুসলিমদের জন্য এমন কোন আইন করেনি স্প্যানিশ সরকার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন