মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

ইতিহাসের এই দুর্লভ ছবিটি পেয়েছি মুহতারাম Atik Ullah Atik ভাইয়ের সৌজন্যে।


                                          প্রিয় মানুষদের অনেককেই এখানে এক ফ্রেমে পেলাম।
দুর্লভ এ ছবিটি তোলা হয়েছে ১৩৩০ হিজরীর রবীউস সানীতে। ১৯১২ ঈসাব্দের এপ্রিলে। মিসরের শায়খ রশীদ রেযা ভারতের নদওয়াতুল উলামা লাখনৌয়ে বেড়াতে এসেছিলেন, আল্লামা শিবলী নুমানী রহ.-এর নিমন্ত্রণে। ছবিগুলো তখন তোলা।মাঝামাঝিতে চেয়ারে বসে আছেন শায়খ রশীদ রেযা।  তাঁর ডানে আছেন আল্লামা শিবলী নুমানী রহ.। 
তাঁর ডানে আছেন মাওলানা আবদুল হাই হাসানী রহ.। তিনি সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.-এর শ্রদ্ধেয় পিতা। শায়খ রশীদ রেযার বামে আছেন মাওলানা হাবীবুর রহমান খান শেরওয়ানী রহ.।  শায়খ রেযার পেছনেই আছেন মাওলানা আবুল কালাম আযাদ রহ.। বাম দিক থেকে তিনি চতুর্থ।  মাওলানা অাযাদের বামে আছেন সাইয়্যেদ সুলাইমান নদভী রহ.।
মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদেরকে তাঁদের পদচিহ্ন ধরে এগুনোর তাওফিক দিন। আমিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন