উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ সুলতান ছিলেন সুলতান ষষ্ঠ মুহাম্মদ। ১৯২২ সালে মোস্তফা কামাল ও তার সাঙ্গোপাঙ্গরা উসমানীয় সাম্রাজ্য বিলুপ্ত করে পূর্বের ৬ ভাগের এক ভাগকে “স্বাধীন তুরস্ক” ঘোষণা করে এবং সুলতানকে ইতালিতে নির্বাসিত করে।
নির্বাসিত অবস্থায় ইতালির ‘স্যান র্যামো’ শহরে ১৬ মে, ১৯২৬ সালে #ইতিহাসের_এই_দিনে ইন্তেকাল করেন সুলতান। তার অসিয়ত ছিল তাকে যেন ইস্তানবুলে তার পিতা-পিতামহদের সাথে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু মোস্তফা কামালের সরকার তার কফিন তুরস্কে প্রবেশ করতে দিতে অস্বীকৃত জানায়। শেষ পর্যন্ত তাকে সিরিয়ার দামেশকে কবর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন