বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

কুরআনুল কারীমের তাফসীর মূল: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (দা.বা.)


কুরআনুল কারীমের তাফসীর
মূল: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (দা.বা.)
অনুবাদ: মাওলানা আবুল বাশার (দা.বা.)
প্রকাশক: মাকতাবাতুল আশরাফ

ডাউনলোড করুন বর্তমান সময়ের বিশ্বখ্যাত আলেমে দ্বীন,শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (দা.বা.) এর একটি সাড়া জাগানো তাফসীর। বাংলায় অনুবাদ করেছেন,মাওলানা আবুল বাশার (দা.বা.)। একইসাথে এই বাংলা সংস্করণটিকে আরো মূল্যবান করেছে; কুরআনুল কারীমের হুকুক সম্পর্কে অপূর্ব এক ভূমিকাঃ এটি লিখেছেন,এদেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন,মাওলানা আব্দুল মালেক সাহেব (দা.বা.)। তাফসীরটির প্রকাশক “মাকতাবাতুল আশরাফ”।
আল্লাহপাক আমাদের সবাইকে কুরআন পড়ার,বুঝার ও কুরআনের হুকুম মেনে জীবনযাপন করার তৌফিক দান করুক। এবং এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে জড়িত সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমীন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন