মুহাম্মাদ মামুনুল হক
শবে বারাতের বিশ্লেষন করতে গিয়ে সাম্প্রতিক বিশিষ্ট সালাফী আলেম মুহতারাম শায়খ মুফতী কাজী ইহরাহীম সাহেব এক বক্তব্যে বলেছেন-"শবে বরাত হলো ফার্সী শব্দ যার অর্থ ভাগ্য রজনী ৷ ভাগ্য রজনী শাবানের মধ্যতম রাত নয়, বরং ভাগ্য রজনী হলো শবে কদর বা লাইলাতুল কদর " কাজী ইবরাহীম সাহেব শবে বারাতের সঠিক অর্থ বলেন নি ৷ শবে বারাত মানে ভাগ্য রজনী- এটাতো সাধারণ জ্ঞানহীন মানুষদের কথা ৷ প্রকৃত অর্থে "শব" ফার্সী শব্দ হলেও "বরাত" ফার্সী ভাষার কোনো শব্দ নয়,বরং এটি আরবী ভাষার "বারাআত" শব্দের বাংলা রূপান্তরিত অশুদ্ধ উচ্চারণ ৷ উচ্চারণ হবে "শবে বারাআত" ৷ যার অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রজনী ৷ যেহেতু সহীহ হাদীস দ্বারা শা'বানের মধ্যতম রাতে আল্লাহর পক্ষ থেকে ব্যপক ক্ষমার ঘোষনা রয়েছে সেই হিসেবে গুনাহ থেকে মুক্তি অর্থে এই রাতকে "শবে বারাআত" বা মুক্তির রজনী বলা হয় ৷ সুতরাং এই নামকরণ অশুদ্ধ নয়, যেমনটি শায়খ কাজী ইবরাহীম সাহেব বলেছেন ৷ বরং সহীহ হাদীসের আলোকে শা'বানের মধ্যতম রাতের নাম শবে বারাআত যথার্থ ৷ আশা করি সকলে সঠিক বিষয়টি উপলব্ধি করবেন ৷ আল্লাহ তাওফীক দিন ৷ আমীন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন