আন্দালুসে (স্পেন) মুসলমানরা তারিক বিন যিয়াদের নেতৃত্বে প্রবেশ করেছিল বিজয়ী বেশে আল্লাহর ফরজ বিধান ক্বিতালের মাধ্যমে। আর আন্দালুস থেকে মুসলমানরা বিতাড়িত হয়েছিল আবুল হাসানের বিশ্বাসঘাতকতায় লাঞ্চিত হয়ে এই ফরজ বিধান পরিত্যাগ করার কারণে!
মুসলমানরা আন্দালুসে প্রবেশ করেছিল যেই মুহুর্তে, তখন তাদের নিদর্শন ছিল 'আল্লাহু আকবার!' আর আন্দালুসে যখন মুসলমানরা লাঞ্চিত হয়েছিল, তখন তাদের অভ্যাস ছিল হেরেমে সুন্দরী ললনাদের সুরেলা গীতি আর যাদুকরী নৃত্যের ঝংকার!
ক্রুসেডাররা ঠিকই উপলব্ধি করতে পেরেছিল যে, মুসলমানদের শক্তির বাহু ততক্ষণাৎ পর্যন্ত ভাঙ্গা যাবেনা, যতক্ষণ পর্যন্ত তাদের চরিত্রের পবিত্রতা নষ্ট করা না যাবে। তারা অনুধাবন করতে পেরেছিল যে, কোনো মুসলিম সাম্রাজ্যের এক ইঞ্চিও দখল করা যাবেনা ততক্ষণ, যতক্ষণ না মুসলমান রাজা-বাদশাহ, আমীর-ওমারাদের চিন্তা-ফিকির রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা থেকে ফিরিয়ে হেরেমের অলিন্দে মদ আর রূপসী ললনাদের নিয়ে ফুর্তি আর আমোদ-প্রমোদে মত্ত রাখা যাবে।
আজ পৃথিবীর মানচিত্রে স্পেন আছে; আন্দালুস নেই! আলহামরা আছে; তারিক বিন যিয়াদ, ইউসুফ বিন তাশফিনরা নেই!
সবই মুসলমানদের কর্মফল!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন