স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, অখন্ড ভারত আন্দোলনের অগ্রপথিক, হিন্দুদের চেতনার পথিকৃৎ 'জওহরলাল নেহরু' বলেছেন -
"দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ইসলামিক যোদ্ধাদের আগমন ও ইসলাম ধর্মের প্রবেশ ভারত উপমহাদেশের ইতিহাসে বিরাট অবদান রেখেছে।
ইসলাম ধর্ম ঐ অনিয়মকে অপমানিত করে দিয়েছে, যে অনিয়ম হিন্দু সমাজের রন্দ্রে রন্দ্রে প্রবেশ করেছিল! ইসলাম ধর্ম প্রকাশ করে দিয়েছে হিন্দুদের বন্টিত বর্ণভেদ-শ্রেণীবিন্যাস, অচ্ছুৎ আর নীচতাকে! প্রকাশ করে দিয়েছে ঐ বিশ্ব থেকে দূরে থাকার প্রীতিকে, যে বিশ্বে অবস্থান করত ভারত!
নিশ্চয় ইসলামী ভ্রাতৃত্ববোধ আর ঐ সহমর্মিতা, যাকে মুসলিমরা দৃঢ় বিশ্বাস করে এবং এতে জীবনযাপন করে; গভীর প্রভাব বিস্তার করেছে হিন্দুদের মস্তিষ্কে। আর এই প্রভাবে সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয়েছে ঐ সকল হতভাগা হিন্দুরা, যাদেরকে হিন্দু সমাজ বঞ্চিত করেছিল সহমর্মিতা আর মানবাধিকারের প্রাপ্তি থেকে!"
[আল্লামা আবুল হাসান আলী নদভী রাহ. - রচিত 'মা-যা খাসিরাল আ-লামু বি-ইনহিত্বাত্বিল মুসলিমীন' ১০৭ হতে অনুদিত]
ইহাই হল ইসলাম, যার শাশ্বত সত্যতা আর সুমহান সভ্যতাকে স্বীকার করছেন ভিন্নধর্মালম্বীরা; ইসলাম ধর্মালম্বীদের স্বীকারের আগে! ইহা ঐ ইসলাম, যা আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবনবিধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন