ওহে তুমি তো আমার কাণ্ডারি,
তুমি তো আমার পথের দিশারি।
,
তুমি আমার অন্ধকারের জোনাকি আলো,
তোমার আলোয় আলোকিত এই শিষ্য।
,
তুমি আমার সত্য পথের সম্বল,
তুমি বিহীন জীবন আমার অচল।
,
তুমি এসেছিলে মরু প্রান্তরে,
দাওয়াত দিয়েছে মানব প্রানে।
.
আমি যেন হতে পারি তোমার আদর্শের প্রদীপ,
সেই প্রদীপে আলোকিত হবে সৃষ্টির সেরা জীব।
,
তুমি ঘুমিয়ে আছ সবুজ গম্বুজের ছায়ায়,
আমি তোমায় স্মরণ করি শাফায়াতের আশায়।
,
স্মরণ করো সেদিন এই উম্মত কে,
যে দিবানিশি দুরুদ পরে তোমারি তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন